ছোটবেলায় কত সব উদ্ভট ভাবনাই না আমাদের মাথায় আসত। দেখুন আপনার সঙ্গে মিলে যায় কিনা? ভেবেছেন সিমু নাসের ও মেহেদী মাহমুদ আকন্দ।
নড়াইলে হরতাল
নড়াইল যে একটি জায়গার নাম, সে তো এখন খুব জানি; কিন্তু যখন এটা জানতাম না, তখন একদিন কোনো এক পত্রিকার পাতায় লেখা দেখেছিলাম-নড়াইলে হরতাল। দেখে খুব অবাক হয়েছিলাম! কিছুতেই বুঝতে পারছিলাম না-কী, নড়াইলে হরতাল? কী এমন জিনিস হতে পারে, যেটা নড়াইলেই হরতাল দিতে হবে?
কুশীলব
টিভিতে নাটক শুরু হওয়ার আগে স্ক্রিনে নাটকের নাম আর অভিনেতা-অভিনেত্রীর নাম দেখানোর রীতি তো অনেক পুরোনো। একদিন দেখলাম, নাটকের নাম স্ক্রিনে দেখানো হলো, তারপর লেখা কুশীলব। এরপর যে অভিনেতা-অভিনেত্রীর নাম দেখাল, তাঁদের তো মোটামুটি চিনতে পারলাম, কিন্তু এই কুশীলবটা যে কে, তা কিছুতেই বুঝতে পারলাম না। এরপর আরও অনেক নাটকে এই নাম দেখলেও, সে কোন চরিত্রে অভিনয় করছে, সেটা কিছুতেই বুঝতে পারিনি। দীর্ঘদিন পর জানতে পারলাম যে কুশীলব কারও নাম নয়, এর অর্থ অভিনেতা-অভিনেত্রী।
সদর থানা
সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের সব থানার নাম মুখস্থ রাখার চেষ্টা করেছিলাম। পরীক্ষায় প্রায়ই জানতে চাওয়া হয়, অমুক থানা কোন জেলায় অবস্থিত। কিন্তু খুব দ্বিধায় পড়ে গিয়েছিলাম, যখন দেখলাম প্রতিটি জেলায়ই একটি করে থানা আছে, যার নাম সদর থানা। খুব টেনশনে ছিলাম, যদি প্রশ্ন করে সদর থানা কোন জেলায় অবস্থিত, তাহলে কী জবাব দেব!
বিদ্যা অমূল্য
বাংলা বইয়ে পড়েছিলাম, বিদ্যা অমূল্য ধন। ছোটবেলা থেকেই আমি আবার তুখোড় প্রতিভার অধিকারী! তাই বুঝতে দেরি হয়নি যে এই অমূল্য মানে যার কোনো মূল্যই নেই। কিন্তু এটা বুঝতাম না যে এই মূল্যহীন বিদ্যার জন্য কেন স্যার প্রতিদিন কান ধরিয়ে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখতেন, মা মাইক টাইসনের মতো মারধর করতেন!
অভিভূত হলাম
অমুক ঘটনা প্রত্যক্ষ করে জনাব তমুক অভিভূত হয়ে গেলেন! এমন লাইন বইয়ে পড়ে প্রথম চেষ্টাতেই বুঝে গিয়েছিলাম যে লোকটি ওই ঘটনা দেখে বড় সাইজের কোনো ভূত হয়ে গেছেন। ভূত মানে তো নরমাল সাইজের ভূত কাজেই অভিভূত মানে একটু বড় সাইজের ভূতই হবে বলে আমার বিশ্বাস ছিলো। কি আপনারও ছিল নাকি?
আততায়ীর গুলিতে
ইতিহাস বইয়ে পড়তাম, অমুক দেশের প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে নিহত, তমুক দেশের প্রেসিডেন্ট আততায়ীর গুলিতে নিহত। এসব পড়েই মনে মনে খুব ভয় হতো-এই আততায়ী লোকটা তো খুবই ভয়ঙ্কর! সে শুধু সবাইকে খুন করে। জানতে ইচ্ছে হতো এই আততায়ী নামের লোকটা কে, কোন দেশের অধিবাসী।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১৫, ২০০৯
Leave a Reply