সুপ্রাচীনকাল থেকেই অর্থমন্ত্রীরা বাজেট ঘোষণা করে আসছেন। বাজেট ঘোষণা করাই তাঁদের কাজ। কিন্তু এ কাজটি অন্য পেশার মানুষ করলে কেমন হতো তা-ই ভেবে বের করেছেন আদনান মুকিত।
হানিফ সংকেত
এই মিলনায়তন এবং এই মিলনায়তনের বাইরে যে যেখানে বসে আমাদের এই বাজেট অনুষ্ঠান দেখছেন, তাঁদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ।
বাজেট লাগে যেকোনো কাজ শুরুর আগে।
সবাই বাজেট চান। তাই শুরুতেই বাজেট নিয়ে গান। গানটির কথা লিখেছেন মো· রফিকুজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রুপু।
আরজে
হ্যাল্লো ডিয়ার লিসেনারস, শুনছেন রেডিও বাজেট। কিছুক্ষণের মধ্যেই আমি অ্যানাউন্স করব ২০০৯-১০ ইকোনমিক ইয়ারের বাজেট। এর আগে নিচ্ছি এ সুইট লিটল ব্রেক, স্টে উইথ আস।
ফুটপাতের ক্যানভাসার
যাঁরা আমার এই বাজেট ঘোষণা শুনছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। মুসলমান ভাইদের আমার সালাম, হিন্দু ভাইদের নমস্কার এবং অন্য ধর্মের ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ভাইজান, এই বাজেট নিয়ে নানাজনের রয়েছে নানা রকম চিন্তা। বাজেটের চিন্তায় অনেকের পেট কামড়ায়, মাথা ঝিমঝিম করে, রাতে ঘুম হয় না, প্রেসার বেড়ে যায়···।
রবীন্দ্রনাথ ঠাকুর
‘গগনে গরজে মেঘ ঘন বরষা, বাজেট হাতে এসে গেছে নাহি ভরসা।’ আজ এই মেঘমেদুর বরষা দিনে উত্তাল শীতল হাওয়ায় এই অর্থবছরের বাজেট ঘোষণা করিতে আসিয়া আমার মনে কাব্য আসিয়া গেল, ‘বাজেট আমার বাজেট ওগো বাজেট জীবন ভরা···’
নবাব সিরাজউদ্দৌলা
আজ এই ঐতিহাসিক মুহূর্তে বাজেট ঘোষণা করতে এসে মনে পড়ে গেল বাংলা, বিহার, উড়িষ্যার সেই মহান অধিপতির কথা, যাঁর শেষ উপদেশ আমি ভুলিনি। তিনি বলেছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুযোগ দিয়ো না। তারা এ দেশ কেড়ে নেবে। তাই আমি বাজেটে বিদেশিদের কোনো সুযোগই দিইনি জনাব···।
কাজীনজরুল ইসলাম
মম এক হাতে ভারি দেশের বাজেট আর হাতে রণতুর্য···। আমি বিদ্রোহী রণক্লান্ত, বাজেট পড়িয়া হব শান্ত···। আজ বাজেট পড়ার উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে···। ধনী শোষকের শৃঙ্খল ভাঙি, দূর করি ব্যবধান, গাহি সাম্যের গান···।
চৌধুরী জাফর উল্লাহ্ শরাফত
সুপ্রিয় দর্শক, জাতীয় সংসদ ভবন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাফর উল্লাহ্ শরাফত। আজ ঘোষিত হতে যাচ্ছে ২০০৯-১০ অর্থবছরের বাজেট। এ এক দারুণ ঐতিহাসিক মুহূর্ত, সারা দেশের মানুষ আজ টানটান উত্তেজনা ও চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে। এ উৎকণ্ঠা, এ অপেক্ষা, এ কৌতূহল···।
মাজহারুল ইসলাম
হ্যাঁ ভাই, এ এক চরম ক্লাইমেক্স। কিন্তু এ কী, সব মানুষের মধ্যে আজ কেন এত উৎকণ্ঠা? কেন সবার চোখ আটকে আছে টিভি পর্দায়? হ্যাঁ ভাই, সগৌরবে আসিতেছে···আওয়ামী লীগ প্রযোজিত, অর্থমন্ত্রী প্রণীত ২০০৯-১০ অর্থবছরের··· বাজেট··· বাজেট··· বাজেট··· বাজেট···।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১৫, ২০০৯
Leave a Reply