আলবার্ট আইনস্টাইন একবার বিজ্ঞানীদের এক সম্মেলনে যোগ দিতে যান। সেখানে একজন বিশিষ্ট জ্যোতির্বিদ মন্তব্য করেন, অসীম বিশ্বব্রহ্মাণ্ডে একজন জ্যোতির্বিদ গুরুত্বহীন এক বিন্দু ছাড়া কিছুই নন। জবাবে আইনস্টাইন বলেন, ‘তবে আমার ব্যাপারটি হচ্ছে কি, কোনো মানুষকে যদি আমি এ রকম গুরুত্বহীন বিন্দু মনে করি, দেখি যে ওই ব্যক্তি একজন জ্যোতির্বিদ।’
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৮, ২০০৯
Leave a Reply