মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা পেতে রেজিস্ট্রেশন করেছেন একজন। চলুন তাঁর পরিণতি দেখি। ভেবেছেন মেহেদী মাহমুদ আকন্দ।
আপনি কোন ভাষায় কথা বলতে চান-বাংলা হলে ১ চাপুন, ইংরেজি হলে ২ চাপুন, চায়নিজ হলে···
ভাই, বাংলা, বাংলা, ১, ১, আমার বুকে ব্যথা।
ওয়েল! বুকের বাঁ পাশে ব্যথা হলে ১ চাপুন, আর ডান পাশে হলে ২ চাপুন।
ভাই, মরে গেলাম। কী করব তাড়াতাড়ি বলুন।
ব্যথা কখন থেকে। সকাল থেকে হলে ৬ চাপুন, দুপুর থেকে
হলে ৭, সন্ধ্যায় হলে···
উহ্! ইহ্! একটু আগে থেকে বেশি ব্যথা, তাড়াতাড়ি ওষুধের কথা বলুন···
আপনার পরিবারের কোন কোন সদস্যের বুকে ব্যথা হয়-দাদার হলে ৩ চাপুন, জ্যাঠাতো ভাইয়ের হলে ৪ চাপুন, দুলাভাইয়ের হলে···
আহ্! হিঃ! উহ্! ···
হ্যালো! হ্যালো!! কথা বলছেন না কেন? অজ্ঞান হয়ে গেলে ১ চাপুন, আর মরে গেলে ২ চাপুন···
হ্যালো, আমার ভাই অজ্ঞান হয়ে গেছেন।
ওহ্ হো! উনার মনে হয় হার্টঅ্যাটাক হয়েছে। জলদি কোনো হাসপাতালে নিয়ে যান।
অ্যাম্বুলেন্স প্রয়োজন। কোনো একটি হাসপাতালের ফোন নাম্বার দিন
দুঃখিত!
হাসপাতাল ও অ্যাম্বুলেন্স-সংক্রান্ত তথ্য জানতে আপনাকে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য টাইপ করুন ঐড়ংঢ়ঃ আর সেন্ট করুন ৯৬৯৬ নাম্বারে।
হাসপাতাল তথ্য সেবায় আপনাকে স্বাগতম। আপনি ধন্যবাদ দিতে চাইলে ১ চাপুন, কোনো পরামর্শ চাইলে ২ চাপুন···
ভাই, অ্যাম্বুলেন্স লাগবে। তাড়াতাড়ি একটি অ্যাম্বুলেন্স পাঠান।
আপনি ধানমন্ডি এলাকার বাসিন্দা হলে ১ চাপুন, মহাখালী হলে ২ চাপুন, ভূতেরগলি হলে ৩ চাপুন···
থামেন, থামেন··· খিলগাঁও হইলে কত চাপতে হইব হেইডা কন।
ওয়াও! ভেরি গুড়! ওখানে আমাদের পরিচিত হাসপাতাল আছে। অ্যাম্বুলেন্স এক্ষুনি দরকার হলে ১ চাপুন, এক ঘণ্টা পরে দরকার হলে ২ চাপুন···
ভাই, মনে হয় লাগবে না। রোগী মনে হয় মারাই গেছে।
ওয়েল! নাড়ি পরীক্ষা করুন। নাড়ি খুঁজে পেলে ১ চাপুন, না পেলে ২ চাপুন।
আর ১, ২ চাইপা লাভ কী! রোগী তো মরেই গেল।
মৃত্যু-পরবর্তী পরামর্শ ও সেবা পেতে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করতে আপনার কিংবা অন্য যে কারও মোবাইল ফোনসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন অফয়পড় নপথয়ভ আর সেন্ট করুন ০০০০ নাম্বারে।
স্বাগতম! আপনার বন্ধু মারা গিয়ে থাকলে ১ চাপুন, আত্মীয় মারা গেলে ২ চাপুন···
ভাই, কাফনের কাপড় কোথায় পাওয়া যাবে।
ওকে বলছি, মার্কিন কাপড় চাইলে ১ চাপুন, নরমাল সুতির কাপড় চাইলে ২ চাপুন···
কাপড় একটা হইলেই চলে। তা ছাড়া···
দুঃখিত! পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকায় আপনার সংযোগটি বিচ্ছিন্ন করা হলো।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৮, ২০০৯
Leave a Reply