নিচের বিজ্ঞাপনগুলো কিন্তু সত্যি সত্যি বিদেশের বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছিল। সংগ্রহ করেছেন মেহেদী মাহমুদ আকন্দ।
মালিক হউন
এই অফিসের কর্মচারী হিসেবে কাজ করে প্রতি ঘণ্টায় ১০০ টাকায় আপনার পোষাচ্ছে না? আপনি চাইলেই এই অফিসের একজন মালিক হয়ে যেতে পারেন; হতে চাইলে এখনই দুই লাখ টাকা দিন আর প্রাথমিক পর্যায়ে ঘণ্টাপ্রতি ৮০ টাকা হিসাবে কাজ শুরু করুন।
ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি
একটি বৈদ্যুতিক খুঁটির গায়ে একটি সাইনবোর্ড লাগানো। তাতে লেখা, ‘এটি একটি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি। এতে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবেন। কাজেই কেউ এই খুঁটিতে হাত দেবেন না।
-আদেশক্রমে কর্তৃপক্ষ
বি·দ্র· এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
হৃদয় বিক্রি হবে
দুই বছরের ওয়ারেন্টিসহ একখানা ব্র্যান্ড নিউ হৃদয় বিক্রি হবে [ম্যানুয়ালসহ]।
স্পেশাল ডিসকাউন্ট চলছে,
৫০% ছাড়
[কেন হৃদয় বিক্রি হবে, সে এক বিরাট ইতিহাস]
খাবার দেবেন না
চিড়িয়াখানায় পশুর খাঁচার সামনে লেখা, ‘চিড়িয়াখানার পশুদের খাবার দেবেন না। আপনার কাছে যদি বাড়তি খাবার থাকে, তাহলে তা চিড়িয়াখানার গার্ডদের দিন।’
প্রবেশ নিষেধ
হাসপাতালে শিশু ভূমিষ্ঠ হওয়ার বিশেষ কক্ষের বাইরের নির্দেশনা বোর্ডে লেখা, ‘শিশুদের প্রবেশ নিষেধ’।
খোলা থাকে
এই রেস্টুরেন্ট সপ্তাহে সাত দিন এবং শুক্রবারও খোলা থাকে।
সব ঠিক করি
ইলেকট্রিক মিস্ত্রির দরজায় ঝুলছে সাইনবোর্ড। লেখা, ‘যেকোনো প্রকারের ইলেকট্রনিক যন্ত্রপাতি ঠিক করতে জোরে জোরে দরজায় নক করুন, কল বেলটা নষ্ট’।
চলাচলের অনুপযোগী
রাস্তার পাশে সাইনবোর্ডে লেখা, ‘পানির নিচে থাকার কারণে যখন এই রাস্তাটি একেবারেই দেখা যাবে না, তখন বুঝবেন রাস্তাটি চলাচলের অনুপযোগী’।
মাত্র ৫০ টাকায়!
মাত্র ৫০ টাকায় পাচ্ছেন ফ্রিজ, টিভি, ভিসিডি প্লেয়ার, কম্পিউটার সাজানোর জন্য রঙিন কারুকাজ করা কাপড়।
বাচ্চা চাই
তিন বছরের ছোট্ট একটি বাচ্চাকে সঙ্গ দেওয়ার জন্য তিন বছরের একটি বাচ্চা চাই।
বি·দ্র· এ কাজে অভিজ্ঞতাসম্পন্নদের প্রাধান্য দেওয়া হবে।
আমরাই তো আছি
প্রতারিত হতে অন্য কোম্পানির শরণাপন্ন হবেন না; আমরাই তো আছি। আমাদের কাছে আসুন।
এক্ষুনি লিখুন
বয়স্ক শিক্ষাদানকারী একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, ‘আপনি কি লিখতে-পড়তে পারেন না? লেখাপড়া শিখতে চাইলে এক্ষুনি চিঠি লিখুন আমাদের ঠিকানায়’।
সোফা বিক্রি হবে
নতুনসদৃশ একখানা সোফাসেট বিক্রি হবে। পাঁচ বছরের ওয়ারেন্টি, সঙ্গে পাচ্ছেন দুই মাসের ফ্রি সার্ভিসিং। কিঞ্চিৎ ঘুণে ধরেছে, কিঞ্চিৎ কাঠপচা ঘ্রাণ পাওয়া যায়, মোটা মানুষ বসলে ক্যাঁচক্যাঁচ আওয়াজ হলেও সোফাসেটটি দেখতে একদম নতুন মনে হয়।
কণ্ঠশিল্পী চাই
একটি উদীয়মান রক ব্যান্ডের জন্য একজন কণ্ঠশিল্পী প্রয়োজন। শিল্পীকে অবশ্যই ছেলে অথবা মেয়ে হতে হবে।
সময় হয়েছে
একটি গাড়ির গায়ে লেখা, ‘আপনি কি এই লেখাটি পড়তে পারছেন? যখন পারবেন না তখন বুঝবেন যে গাড়িটি ধোয়ার সময় হয়েছে’।
ধোপার বিজ্ঞাপন
আমরা আপনার কাপড়কে যন্ত্র দ্বারা নির্মমভাবে নির্যাতিত করি না। যা করার আমরা নিজ হাতেই করি।
কর্মী চাই
একটি বোমা তৈরির কারখানায় জরুরি ভিত্তিতে কিছু লোক নিয়োগ করা হবে।
বিশেষ শর্তঃ যেকোনো সময় বিমান ছাড়াই উড়ে যাওয়ার শখ ও অভিজ্ঞতা থাকতে হবে।
বিক্রি হবে
৪৫ খণ্ডের একখানা বিশ্ব জ্ঞানকোষ বিক্রি হবে মাত্র ৫০০ টাকায়। এই বিশ্বকোষটির মালিক এটি বিক্রি করছেন। কারণ, তাঁর জীবনে এটির প্রয়োজন ফুরিয়ে গেছে। তিনি সম্প্রতি বিয়ে করেছেন এবং আর দশজন স্ত্রীর মতো তাঁর স্ত্রীও সবকিছুই জানেন।
মাথা দেখুন
রোলার কোস্টারে লেখা, ‘ভয় লাগলে নিজের মাথার দিকে তাকানোর চেষ্টা করুন’।
পিনপতন
লাইব্রেরিতে কাগজের বোর্ডে লেখা, ‘একটি পিন ফেলুন, পিনপতন নিস্তব্ধতা পরীক্ষা করুন’।
ব্যবসায়ী সিন্ডিকেট
প্রথমে জমা করুন, তারপর বিক্রি করুন।
বি·দ্র· সর্বোচ্চ একটি জমা করতে পারবেন।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৮, ২০০৯
Leave a Reply