পদত্যাগের চর্চা এ দেশে কম হলেও দু-চারবার যা হয়, নেপথ্যের কাহিনী যা-ই হোক পদত্যাগপত্রে উল্লেখ থাকে ব্যক্তিগত কারণ। কিন্তু কী হতে পারে সেসব ব্যক্তিগত কারণ, তা অনুমান করে কয়েকটা পদত্যাগপত্র থেকে চুম্বক নমুনা তুলে ধরছেন শাত শামীম
জনাব,
···আজকাল আমার অতিমাত্রায় ঘুম বেড়ে গেছে। সকাল সকাল উঠতে বিরাট কষ্ট হয়। তার ওপর শুনছি ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়া হবে। এমনিতেই কোনো রকমে ঠিক সময়ে অফিসে এলেও দুপুরের খাবারের পর লাগাতার ঝিমুনি আসে। আমি একটু নির্বিঘ্নে ঘুমানোর ব্যক্তিগত কারণে···
নিবেদক
আবদুর রহমান
জনাব,
···আমার স্ত্রী রান্নার ওপর একটা শর্টকোর্স করেছে। প্রায়ই দুপুরে সে নানা রকম খাবার তৈরি করে। সেদিন শখ করে কাঁঠালের বিচি দিয়ে চ্যাপা শুঁটকির এমুন ভর্তা তৈরি করেছে, শুনেছি পুরা মোহাম্মদপুর এলাকায় তার সুঘ্রাণ ছড়িয়েছে। কিন্তু কাজের চাপে আমি যেতে পারলাম না। তা ছাড়া দুপুরে বাইরে খেয়ে খেয়ে এযাবৎ দুবার মহাখালীর ডায়রিয়া হাসপাতালে গেলাম। সুস্বাস্থ্যের কথা চিন্তা করে স্ত্রীর অনুরোধে আমি···
নিবেদক
খাইরুল হক
জনাব,
···আমার রুমের অপর ডেস্কে সদ্য নিয়োগ পাওয়া মেয়েটি আমার দিকে প্রায়ই কেমন কেমন করে তাকায়। আমি বিরাট লজ্জায় পড়ে যাই চোখাচোখি হলে। আমার ধারণা, মেয়েটি আমার বিষয়ে আগ্রহী। অফিসে আমি এমন পরিবেশে কাজ করি, এটা শুনলে আমার মা-বাবা ভীষণ কষ্ট পাবেন। তাই আমি···
নিবেদক
মকবুল মিয়া
জনাব,
···আপনি জানেন, গতবার তত্ত্বাবধায়ক সরকার আসার পর আমি হার্টের অসুখে দুই বছর সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলাম। এখন ফিরে জয়েন করার পর থেকে স্বপ্নে দেখছি, খালি আমি ক্রসফায়ারে পড়েছি। এক হুজুর বাবা আমাকে বলেছেন দেশ ত্যাগ করতে। তাই আমি···
নিবেদক
মতিন চৌধুরী
জনাব,
···আপনি হয়তো শুনিয়াছেন, সম্প্রতি আমি বিবাহ করিয়াছি। আমার শ্বশুর আব্বা খুশি হইয়া আমাকে একটা ফ্ল্যাট বাড়ি উপহার দিয়েছেন। যে বাড়ির ভাড়া পুরোটাই আমার স্ত্রী নিয়ে যায়, কারণ আমি নিজে কামাই করি। ভাবলাম কষ্ট করে চাকরি করার কী দরকার। বাসায় বউকে রান্নাবান্নায় সাহায্য করব আর ভাড়ার একটা পার্সেন্টেজ পকেট খরচ বাবদ নেব। তাই আমি ওই পদ থেকে···
নিবেদক
রোমিও খান
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৮, ২০০৯
Leave a Reply