রবি হঠাৎ অদ্ভুত একটা যন্ত্র আবিষ্কার করে বসল। যন্ত্রের ওপর দুটো বড় পাখা আছে। যন্ত্রটি পিঠে লাগিয়ে চালু করে দিলেই পাখা দুটি ঘুরতে থাকে, তারপর উড়ে চলে যাওয়া যায় পাখির মতো। তো এ যন্ত্র আবিষ্কারের পর রবির নাম চারদিকে ছড়িয়ে পড়ল। রবি যন্ত্রটির নাম রাখল ‘ফ্লাইং সান’। এই যন্ত্র সে নিয়ে এল জনসমক্ষে, তারপর পরীক্ষামূলকভাবে তা পিঠে লাগিয়ে উড়ে গেল আকাশে। কিছুক্ষণ নির্বিঘ্নেই গেল। তারপর হঠাৎই তার পিঠে প্রচণ্ড আঘাত পেল আর সঙ্গে সঙ্গে বিস্কোরিত হলো যন্ত্রটি। সে নিচে পড়ে যেতে লাগল। কিন্তু রবি অনুভব করল, কে যেন তার মাথা ধরে তাকে ওপরে নিয়ে উঠে যাচ্ছে। এরপর সে আবার পিঠে আঘাত অনুভব করল।
২·
ধড়মড়িয়ে বিছানায় উঠে বসল রবি। দেখল, বাবা এক হাতে তার চুল ধরে আছে আর অন্য হাতে বেত নিয়ে তাকে শাসাচ্ছে এই বলে, ‘পড়তে এসে ঘুমানো হচ্ছে না, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি।’ কিন্তু রবি যেন এসবের কিছুই বুঝল না, শুধু ফ্যালফ্যাল করে চেয়ে রইল বাবার দিকে।
— প্রদীপ্ত ভাস্কর রক্ষিত
আনোয়ারা, চট্টগ্রাম।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০১, ২০০৯
Leave a Reply