হাঁটি হাঁটি পা পা করে মানুষ যেমন হাঁটতে শেখে, ঠিক তেমনি শিশুশিল্পী থেকে যাত্রা শুরু করে আজ পুরোদস্তুর অভিনয়শিল্পী হয়ে উঠেছেন মীম। কেবল হাঁটতে আর অভিনয় করতেই পারেন বুঝি তিনি? শুধু তা ভেবে বসলে ভুল করছেন আপনি। মীম পারেন মজার মজার কথা বলতেও। আলোচনে এসে প্রমাণ দিলেন তারই। সঙ্গে ছিলেন জিনাত রিপা
আমি কী করে বুঝব, এই সাক্ষাৎকারের প্রতিটি উত্তর আপনিই দেবেন?
— আমি যেমন করে বুঝে নিচ্ছি যে প্রশ্নগুলো আপনিই করছেন।
ছোটবেলায় কী হতে চেয়েছিলেন, যা এখন আর ইচ্ছা করে না।
— ছোটবেলায় তাড়াতাড়ি বড় হতে চেয়েছিলাম। কিন্তু এখন আর মোটেই বুড়ো হতে ইচ্ছা করে না।
আপনি প্রচণ্ড রেগে গেলে কী করেন?
— সিনেমার ভিলেনের মতো ‘হোঃ হোঃ···হাঃ হাঃ’ করে হাসতে থাকি।
আপনার প্রেমিক আপনার সামনে অন্য কোনো মেয়ের প্রশংসা করলে আপনি কী করবেন?
— খুব অবাক হয়ে ভাবব, ও তো সাধারণত আমার সামনে সত্যি কথা বলে না!! আজ হঠাৎ ব্যাপারটা কী?
ইংরেজি অভিধানে সবচেয়ে নোংরা শব্দ কোনটি বলুন দেখি!
— চড়ষষঁঃরড়হ·
নিজের ভাষায় ষড়ঋতুর বর্ণনা দিতে বলা হলে কেমন করে দেবেন?
— দিনের প্রথম আলো, মায়ের মেজাজটা ভালো। বাড়তে থাকে বেলা, সামলে চুলোর ঠেলা; মায়ের খারাপ হাল, তরকারিতে ঝাল; উফ! গরম!! এ যে গ্রীষ্মকাল।
করলে পড়ায় ভুল, মাফ নেই এক চুল। মারের চোটে চোখের পানি ঝরঝরিয়ে পড়ে, বর্ষার সব পানি অশ্রু হয়ে ঝরে।
ছুটির দিনে ফুরফুরে মা, শুভ্র নীলাকাশ, শরৎ যেন একেই বলে; না ফুটলেও কাশ।
হেমন্ত? দাও ক্ষান্ত! শীতের কথায় যাই, ঘরে হয় না তাই বলে কি পিঠা খেতে নাই? দোকানপাটের পিঠাগুলো কার জন্য ভাই?
এত কিছুর পরে, মুঠোফোনের বার্তাবাক্স যায় গো যখন ভরে, বসন্তেরই বাতাস যেন আমায় ঘিরে ওড়ে!
কী করতে আপনার সবচেয়ে ভালো লাগে?
— আলস্য।
কেন?
— কেননা, কঠোর পরিশ্রম ভবিষ্যতে ভালো ফল দেয়। আলস্য তা দেয় এখনই!
কোনো টিভি চ্যানেলের টক শোতে আপনাকে ডাকা হলে আপনি কোন প্রশ্নটি আশা করবেন?
— আমাদের দেশে এত টক শো কেন হচ্ছে?
মনে করুন, প্রশ্নটি আপনাকে করা হয়েছে, আপনি কী উত্তর দেবেন?
— জাতিগত অভ্যাসে আমরা কাজের চেয়ে কথা বেশি বলতে পছন্দ করি বলে।
অভিনয়শিল্পী না হলে মীম কী হতেন?
— মোটা হতাম! (খেতে আর ঘুমাতে আমার খুব ভালো লাগে কিনা!)
কী ভাবলে নিশ্চিন্ত বোধ করেন?
— ভাগ্য ভালো, জন্মটা চীনে হয়নি!
এটা নিয়ে দুশ্চিন্তার কী ছিল?
— চায়নিজ ভাষাটা জানা নেই তো! আমার বড় বিপদ হয়ে যেত!
আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা কী?
— জানি কিস্সু হয়নি! তার পরও এই সাক্ষাৎকার পর্বটি শেষ পর্যন্ত শেষ করতে পেরেছি।
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ২৫, ২০০৯
Leave a Reply