সাবেক মার্কিন প্রেসিডেন্টে জর্জ ডব্লিউ বুশ একবার জাপান সফরে যান। সঙ্গে তাঁর স্ত্রী বারবারা বুশ। টোকিওর রাজকীয় প্রাসাদে আনুষ্ঠানিক ভোজে জাপানের সম্রাট হিরোহিতো ও বারবারা পাশাপাশি বসেন। বারবারা খেয়াল করেন, প্রাসাদের সবকিছুই খুব চকচকে, নতুন নতুন ভাব। রসিকতা করার লোভ সামলাতে না পেরে একপর্যায়ে জাপানি সম্রাটকে তিনি বলেন, ‘আগের প্রাসাদটি কি খুব পুরোনো হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল?’
বারবারার এ ঢিলের বদলে সম্রাট সঙ্গে সঙ্গে পাটকেল ছুড়ে মারেন, ‘না, পুরোনো হবে কেন? আপনি তো বোমা মেরে ওটা উড়িয়ে দিয়েছেন!’ সম্রাট এখানে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা ফেলার খোঁচাটা একেবারে জুতসইভাবে দেন।
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১৮, ২০০৯
Leave a Reply