পরীক্ষার কেন্দ্রে অপেক্ষমাণ এক শিক্ষার্থীর মা গল্প করছেন, ‘মেয়ে তো আমার একদমই পড়ে না। তার পরও কত ভালো রেজাল্ট করে। আজ ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা, অথচ কাল রাত ১০টা বাজতেই ঘুমিয়ে পড়ল।’
মেয়ে পরীক্ষার হল থেকে বাইরে এসে মাকে তাগাদা দিল, ‘চলো মা।’
‘এই আরেকটু গল্প করি তোমার আন্টির সঙ্গে।’ মা বলেন।
‘না, না।’ উত্তর দেয় মেয়েটি, ‘কাল রাত জেগে পড়েছি। এখন গিয়ে একটু ঘুমাব।’ মায়ের মুখ ততক্ষণে পাংশু!
— মহিতুল আলম
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১৮, ২০০৯
Leave a Reply