আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস। বিখ্যাত ব্যক্তিরা মারা যাওয়ার পর তাঁদের ব্যবহৃত জিনিস নিয়ে গঠিত হয় ্নৃতি জাদুঘর। অমর এসব ব্যক্তি যদি এই যুগে জন্মাতেন, তাহলে তাঁদের ্নৃতি জাদুঘরে যেসব জিনিসপত্র স্থান পেতে পারত তাই নিয়ে এই ফিচার। ভেবেছেন মেহেদী মাহমুদ আকন্দ
রবীন্দ্র আধুনিক জাদুঘর
ইন্টারনেট মডেম
‘আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী’- রবীন্দ্রনাথের এই গানেই বোঝা যায় দেশ-বিদেশজুড়ে ছিল রবীন্দ্রনাথের পরিচিতি। আর রবীন্দ্রনাথের এই পরিচিতি সম্ভব করেছিল ইন্টারনেট।
সোনার কি-বোর্ড
সেই আমলেই তো রবীন্দ্রনাথের সোনার কলম ছিল, এই আমলে হলে তো নির্ঘাত তাঁর সোনার কি-বোর্ড থাকত।
বিদ্যাসাগর স্মৃতি জাদুঘর
সিডি, ফ্লপিড্রাইভ, পেন ড্রাইভ
ঈশ্বরচন্দ্র নাকি একটি বই একবারই পড়তেন। এ যুগে জন্মালে শিক্ষামূলক সিডি, পেনড্রাইভ- সব একবার পড়ে ছুড়ে ফেলে দিতেন তিনি। তারই কিছু স্থান পেয়েছে এই জাদুঘরে।
পারসোনাল কম্পিউটার
মোট কতগুলো বই পড়া হলো, তা বিদ্যাসাগর এই কম্পিউটারের সাহায্যে হিসাব করতেন।
আধুনিক পল্লীকবি জাদুঘর
এফএম রেডিও
গ্রামের পথেঘাটে ঘুরতে ঘুরতে তিনি এই এফএম রেডিওতে গান শুনতেন।
স্পিড বোট
নদীঘেরা দুর্গম পল্লী গ্রামে ভ্রমণের জন্য কবি এই স্পিড বোটটি ব্যবহার করতেন।
মধুসূদন ্নৃতি জাদুঘর
পাসপোর্ট
তাঁর বিদেশপ্রীতির কথা তো সবারই জানা। তাঁর পাসপোর্ট আর বিভিন্ন দেশের ভিসার পাতা স্থান পেয়েছে এই জাদুঘরে।
টাকা গণনার মেশিন
‘মধুসূদন দত্ত কাহাকেও টাকা গুনিয়া দেন না’- কেন জানেন তো? আলসেমি। তাই তিনি এই যন্ত্র ব্যবহার করতেন।
শরৎচন্দ্র আধুনিক জাদুঘর
মোবাইল
এই মোবাইল ফোনটিতে শরৎচন্দ্রের অপ্রকাশিত এসএমএস-সমগ্র সেভ করা আছে।
হোম থিয়েটার
সিনেমাপাগল শরৎচন্দ্রের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল এই হোম থিয়েটারটি।
জীবনানন্দ দাশ আধুনিক জাদুঘর
এই জাদুঘরে স্থান পেয়েছে ইন্টারনেটে ব্লগে লেখা জীবনানন্দ দাশের একটি লেখা-
হে বনলতা সেন, তোমার মোবাইলে কল করতে করতে আমার মোবাইলের ব্যাটারি ক্ষয় হয়ে যাচ্ছে। বন্ধ সিম চালু করার এমন সব লোভনীয় অফার থাকা সত্ত্বেও তুমি যে কেন তোমার বন্ধ সিম এখনো চালু করছ না, তা বুঝতে পারছি না। অতি শিগগির সিমখানা চালু করে অফার গ্রহণ করো আর আমাকে মিসকল প্রদান করো।
নজরুল আধুনিক জাদুঘর
লোহা কাটার যন্ত্র
নজরুল ‘কারার ঐ লোহকপাট’ ভাঙতে চেয়েছিলেন। সেটা তো আর ভাঙা সম্ভব না, কাটতে হবে। এ জন্যই এই যন্ত্র।
হেলমেট
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যদিও মোটরসাইকেল চালাতেন না, তবুও তিনি ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এই হেলমেটটি ব্যবহার করতেন।
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১৮, ২০০৯
Leave a Reply