ব্যতিক্রমী কাহিনীর জন্য সাহিত্যের জগতে বিশেষ স্থান করে নিয়েছেন বিশিষ্ট ঔপন্যাসিক জন স্টেইনবেক। একদিন দুর্ঘটনাক্রমে আগুন লেগে তাঁর একটি উপন্যাসের হাজারখানেক কপি পুড়ে যায়। বইটির প্রকাশনা প্রতিষ্ঠানের ট্রাকে ছিল বইগুলো। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি স্বেচ্ছাচারী বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষে আগুন লেগে যায়। আর এতেই বইয়ের কপিগুলোর সাড়ে সর্বনাশ হয়। স্টেইনবেকের ওই উপন্যাসের নাম ছিল দ্য ওয়েওয়ার্ড বাস, যার অর্থ করলে দাঁড়ায় ‘স্বেচ্ছাচারী বাস’।
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১১, ২০০৯
Leave a Reply