নাসিকা সূত্র
আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনার চোখে চোখ রেখে প্রবল আবেগে আপনার দুই হাত চেপে ধরবে, ঠিক তখনই আপনি সম কিংবা অধিকতর বেগে নাক কিংবা পিঠ চুলকানোর প্রবল প্রয়োজন অনুভব করবেন।
জুতানিক সূত্র
দোকানের যে জুতাটি আপনার পায়ে একদম মাপমতো হবে সেটি দেখতে খুব একটা ভালো হবে না, হলেও জুতাটিতে কোনো একটা সমস্যা থাকবে। অন্য একজোড়া দিতে বললে বলবে, এই ডিজাইনের জুতা স্টোরে আর নেই। নিলে এটাই নিতে হবে।
হ্যালোসিক সূত্র
প্রয়োজনীয় নম্বরে ডায়ালের পর ডায়াল করেও অনেক সময় ব্যস্ত পেতে পারেন, কিন্তু ভুল নম্বরে ডায়াল করে ফেললে সেটা কখনো ব্যস্ত থাকে না। ভুল নম্বরে ডায়াল করলেই ওপাশ থেকে বাজখাঁই হ্যালো আসবেই এবং আপনার বিল উঠবেই।
আছাড়িক সূত্র
আপনার সামনে রাস্তায় কোনো বৃদ্ধ বা শিশু হাঁটতে গিয়ে পড়ে গেলে আপনি যদি তাকে ধরে ওঠান, তবে আপনার এই মহান কর্মটি দেখার মতো রাস্তার আশপাশে তেমন কাউকেই খুঁজে পাবেন না, অথচ আপনিই যদি কলার খোসায় আছাড় খেয়ে মুখ থুবড়ে পড়েন, তবে সেই দৃশ্য দেখার জন্য আশপাশে দর্শকের অভাব হবে না।
ফাদারসিক সূত্র
যেদিন দেরিতে ঘুম ভাঙার কারণে স্কুলে দেরি করে যাবে আর দেরির কারণ জানতে চাইলে স্যারকে বলবে, ‘আব্বার শরীলটা খারাপ’, ঠিক সেদিনই স্কুলের বেতন দিতে বাবা সশরীরে (সম্পূর্ণ সুস্থ) স্কুলে এসে উপস্থিত হবেন।
সাবানিক সূত্র
গোসলের সময় পুরো গায়ে ফেনা তুলে সাবানের শেষ ডলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল ফোনসেট বেজে উঠবে। তাড়াতাড়ি করে হাত ধুয়ে-মুছে ফোনসেটের ৩৬ ইঞ্চি ব্যাসার্ধের ভেতর পৌঁছাতেই রিং বন্ধ হয়ে যাবে। এরপর টানা ১০ মিনিট সাবান গায়ে দাঁড়িয়ে থাকলেও কলার আর কল ব্যাক করবে না। কিন্তু পুনরায় সাবান হাতে নিয়ে গায়ে প্রথম ডলাটি দিতেই আবার ফোন বাজা শুরু করবে।
পুনর্দেখা সূত্র
সদ্য পরিচিতা (সম্ভাব্য প্রেমিকা) বান্ধবীর সঙ্গে কোথাও চা-কফি খেতে বসলে সেখানেই এসে উপস্থিত হবেন আপনার মুখরা বড় খালা বা আগ্রাসী কোনো পাওনাদার। অথচ সে সময় কখনো দেখা হবে না এমন কারও সঙ্গে, যার কোনো উপকার করেছিলেন বা এমন কেউ যে আপনাকে গুরুতুল্য শ্রদ্ধা করে।
ঘূর্ণন সূত্র
ইলেকট্রিক মিস্ত্রি এসে ফ্যান ঠিক করে চলে যাওয়ার পর সেই ফ্যান আবারও ঘোরা বন্ধ করে দেবে। তবে সারা রাত গরমে ঘেমে পরদিন সকালে ধমকধামক দিয়ে আবারও ইলেকট্রিক মিস্ত্রিকে ডেকে আনার পরপরই (মিস্ত্রি ফ্যান স্পর্শ করার আগেই) আবারও সেটা পূর্ণ গতিতে ঘোরা শুরু করবে এবং সে চলে যেতেই আবার বন্ধ হয়ে যাবে।
সারি সূত্র
কোনো সভা-সেমিনার বা সিনেমা হলে আপনার সারিতে যার সিট পড়েছে সবচেয়ে ভেতরে, তিনিই আসবেন সবচেয়ে দেরিতে। আর আপনি যদি পৌঁছান সবচেয়ে আগে, তবে আপনার সিটটাই পড়বে সারির একদম মুখে।
রং সূত্র
নতুন জামার ঝলমলে রং এক ধোয়াতেই সিংহভাগ উঠে যাবে, অথচ সেই কাপড়েই অনিচ্ছাকৃতভাবে যদি সামান্য কোনো কালি বা রং লেগে যায়, সেটা শুধু লন্ড্রিতে ধোলাই কেন, গ্যারেজে ডেন্টিং করালেও উঠবে না!
হারানো সূত্র
ঘরের ভেতর হাত থেকে কিছু পড়লে সেটি সব সময় খাট বা আলমারির নিচের দুর্গম এলাকায় গিয়ে স্থির হবে।
ব্যামো সূত্র
পুরো ছুটির সময় শরীরে ঠান্ডা, জ্বর-কাশি লেগে বাসায় পড়ে থাকলেও ঠিক যেদিন থেকে অফিস বা স্কুল-কলেজ শুরু হবে, সেদিন থেকেই শরীরটা বেশ ঝরঝরে লাগবে।
[ওয়েবসাইট অবলম্বনে]
ওয়ালিউল্লাহ খান
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১১, ২০০৯
Leave a Reply