‘নুরুল হুদা’ বলেও অনেকে যাকে চেনেন, তিনি মাহফুজ আহমেদ। অভিনেতা পরিচয়ের আড়ালে ঢেকে গেছে যাঁর ‘একসময়কার সাংবাদিক’ পরিচয়। অভিনেতা হিসেবে সফল তিনি। আজ সফল রসালাপেও। সঙ্গে ছিলেন জিনাত রিপা
‘মাহফুজ’ অর্থ তো সুরক্ষিত। আপনি কোন অর্থে সুরক্ষিত?
— আমি ইতিমধ্যে বিবাহিত।
ভালো আর খারাপের মধ্যে পার্থক্য কতটুকু?
— জাল আর নির্ভেজালের মধ্যে পার্থক্য যতটুকু।
ধরুন, একটি নৌকায় আপনি, আপনার স্ত্রী ও আপনার সবচেয়ে প্রিয় বন্ধু আছেন। হঠাৎ নৌকা বিপদগ্রস্ত। আপনি প্রথম কাকে বাঁচাবেন? স্ত্রীকে নাকি বন্ধুকে?
— নৌকাটিকে!
ঠোঁটে ঠোঁট লাগলে কী হয়?
— হবে আবার কী? মুখ বন্ধ হয়ে যায়।
বলুন দেখি, ইড়থমষ কাকে বলে?
— সকালে ঘুম থেকে ওঠার পর যা সাধারণত খুলে যায়, কিন্তু এসব উল্টোপাল্টা প্রশ্ন শুনলে আবার বন্ধও হয়ে যায়।
আপনি নিজেকে কতটা ক্ষমতাবান মনে করেন?
— মশার চেয়ে কিঞ্চিৎ কম। মশা আমাকে কামড়াতে পারে। আফসোস! আমি মশাকে কামড়াতে পারি না।
ক্ষমতা দেওয়া হলে কোন ক্ষমতার অধিকারী হতে চান?
— নিজের বয়স আটাশ বছরে থামিয়ে দেব!
আপনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য একজন অভিনেতার মূলত কী জানতে হয়?
— নাচ, গান, মারপিট-সবই জানতে হয়। শুধু অভিনয়টা না জানলেও চলে!
পুনর্জন্ম হলে কী হবেন বলে মনে হয়?
— মনে হয় ‘নুরুল হুদা’!
সেই পুরুষই বিয়ে করেন···
— যার অ-নে-ক সাহস!
স্বাধীনতা আসলে কী?
— বিয়ের পর ছেলেরা যা হারায়, আর মেয়েরা যা পায়!
এমন কী হারিয়েছেন, যা আর কখনো ফিরে পাবেন না?
— ব্যাচেলর জীবন।
কোথায় আপনার হারিয়ে যেতে নেই মানা?
— সুন্দর মন আর সুন্দরবনে।
আপনার প্রিয় উক্তি কী?
— পাগল আর আমার মধ্যে একটাই পার্থক্য; আর তা হলো, আমি পাগল নই।
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১১, ২০০৯
Leave a Reply