কোন পাখিকে লোডশেডিংয়ের প্রতীক বলা যেতে পারে?
–কাক ও কোকিল (পৃথিবীর কোনো রং ফরসাকারী ক্রিমই তাদের কাজে আসে না)।
মাথা থেকে চুল পড়া কিসের লক্ষণ?
–মাথায় লোডশেডিংয়ের লক্ষণ।
ভিটামিন ‘এ’র অভাবে কী হয়?
–চোখে রাতের বেলায় লোডশেডিং হয়।
রাজপথে কখন লোডশেডিং হয়?
–যখন ওই পথে কোনো ভিআইপি যায়।
হার্ট অ্যাটাক কখন হয়?
–শ্বাস-প্রশ্বাসে লোডশেডিং হলে।
বিয়েবাড়িতে মরিচবাতি জ্বলে-নেভে কেন?
–বাতিগুলোতে লোডশেডিং হয় বলে। ইলেকট্রিসিটি একবার আসে একবার যায়।
মোবাইলের ব্যালেন্সে লোডশেডিং হলে মানুষ কী করে?
–পরিচিতদের মিসকল দেয়।
কোন খেলার সঙ্গে লোডশেডিং জড়িত?
–টিভি গেম বা কম্পিউটার গেমের সঙ্গে।
শীতকালে আমাদের দেশে বৃষ্টি হয় না কেন?
–আকাশে মেঘের লোডশেডিং থাকে, তাই।
মহাশূন্যে এত অন্ধকার কেন?
–সেখানে এখনো বিদ্যুতের লাইন পৌঁছায়নি বলে।
বাংলাদেশে সবচেয়ে বেশি লোডশেডিং কোথায় হয়?
–লাইট, ফ্যান ও টেলিভিশনে।
আকাশে কখন লোডশেডিং হয়?
–দিনের বেলা সূর্যগ্রহণ হলে।
অমাবস্যা হয় কখন?
–যখন চাঁদ ফিউজ হয়ে যায়।
শহরের বেশির ভাগ লোক ওয়াসার পানি পায় না কেন?
–ওয়াসার পাইপলাইনে লোডশেডিং হয় বলে।
দাঁত দেখার সময় ডাক্তাররা মুখের ভেতর লাইট মারেন কেন?
–মুখের ভেতর কারেন্ট থাকে না, জায়গাটা অন্ধকার থাকে, তাই।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৭, ২০০৯
Leave a Reply