হুমায়ুন ফরীদি
তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। যাঁরা জানেন না, শুধু তাঁদের জন্য বলা। ব্যক্তিজীবনে দারুণ মজার এক মানুষ তিনি। কতটুকু মজার? তা বোঝাতেই এবার এসেছেন আলোচনে। সঙ্গে ছিলেন জিনাত রিপা।
হুমায়ুন ফরীদি কেন বিখ্যাত?
–আমি কি বিখ্যাত নাকি? তাজ্জব ব্যাপার!!!
বুদ্ধিমান আর বোকার মধ্যে পার্থক্য কোথায়?
–প্রথমে বরং মিলটা বলি। দুটোই ‘ব’ দিয়ে শুরু। আর পার্থক্য? বানানে।
কী পাওয়ার যোগ্যতা আপনার আছে, যা এখনো পাননি?
–মেরিল-প্রথম আলো তারকা জরিপ···
দুঃখ পান কী ভেবে?
–এত সুখ কেন?
আশ্চর্য হন···
–চাকা নেই, তবু দেশটা ঠিকঠাক চলছে! আশ্চর্য!!!
কোনো ব্যাংকে ডাকাতির পর প্রথম কোন কাজটা করা হয়?
–এ দেশে যেকোনো দুর্ঘটনা মানেই তদন্ত কমিশন গঠন।
ঢাকা শহরে এখনো যে দু-একটি গাছ দেখতে পাওয়া যায়, তার পেছনে কী কারণ বলে মনে করেন?
–আমাদের দৃষ্টিশক্তি এখনো জীবিত!
আলাদিনের চেরাগ পেলে কী করবেন?
–জাদুঘরে দিয়ে দেব।
কোথায় আপনার হারিয়ে যেতে নেই মানা?
–মনে মনে···
কী কারণে এখনো অস্কার বিজয়ী অভিনেতা হতে পারেননি?
–পক্ষপাত, বুঝলেন, পক্ষপাতের কারণেই এখনো আমাকে অস্কার দেওয়া হয়নি।
ভিন্ন ধরনের একটি প্রশ্ন করি। আচ্ছা, বলুন দেখি, অপারেশনের সময় অপারেশন থিয়েটারে চিকিৎসক বাদে অন্য কাউকে কেন থাকতে দেওয়া হয় না?
–সবাই অপারেশন শিখে ফেললে চিকিৎসক কী করে খাবেন?
লবণে আয়োডিন থাকলেও চিনিতে থাকে না কেন?
–এক শরীরে আর কত লাগে?
আজকের হুমায়ুন ফরীদি আগামী দিনের···
–দেশের একজন বৃদ্ধ নাগরিক।
গভীর রাতে কী ভাবেন?
–ভোর আসছে···
ঘুমানোর আগে শেষ কোন কাজটি করেন?
–চোখ দুটো বন্ধ করি।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৭, ২০০৯
Leave a Reply