কেউ হারিয়ে গেলে তার গায়ের রং শ্যামলা বা তার উচ্চতা র্৫-র্২র্ এগুলো কোনো মানুষকে চেনার জন্য শনাক্তকারী কোনো বৈশিষ্ট্য হতে পারে না। বাংলাদেশে কত লাখ শ্যামলা মানুষ আছে, এর কি কোনো ঠিক আছে? কাজেই এমন বিভ্রান্তিকর হারানো বিজ্ঞপ্তি না দিয়ে নিম্নোক্তভাবে নতুন করে বিজ্ঞাপন দিচ্ছেন মেহেদী মাহমুদ আকন্দ।
হারানো বিজ্ঞপ্তি
মধ্যবয়স্ক এক হাফ মেন্টাল ব্যক্তি হারানো গেছে। তাকে চেনা খুব সহজ। আপনি তার সামনে পড়লেই সে আপনাকে নানা কাজের আদেশ দেবে, হুমকি দেবে আর চিৎকার করে বলবে, ‘আমি পেরসিডেন বুশ, বুশ, বু···শ।’ তাকে যদি কিছুতেই শান্ত করতে না পারেন, তাহলে লাদেনের ভয় দেখান। তাহলেই সে একেবারে চুপসে যাবে। তারপর তাকে পৌঁছে দিন আমাদের ঠিকানায়।
হারানো বিজ্ঞপ্তি
ফুটফুটে, মিষ্টি চেহারার বাচ্চা একটি মেয়ে হারানো গেছে। তাকে আদর করে আইসক্রিম কিনে দিলে সে খুব খুশি হয়ে আইসক্রিমটি নেবে। তারপর আইসক্রিমদাতার গালে কষে একটি চড় কষাবে। এটাই হচ্ছে তার ধন্যবাদ দেওয়ার ভাষা। এরপর যদি ওকে ওর নাম, বাসার ঠিকানা এসব জিজ্ঞেস করেন, তাহলে ও কিছুই বলবে না; চুপচাপ আইসক্রিম খাবে। আইসক্রিম খাওয়া শেষ করে আইসক্রিমের কাঠি দিয়ে আপনার চোখের ভেতর খোঁচা দেবে। এই বৈশিষ্ট্যসম্পন্ন বাচ্চা মেয়েটির দেখা পাওয়ামাত্রই ওকে পৌঁছে দিন আমাদের ঠিকানায়।
হারানো বিজ্ঞপ্তি
বাচাল প্রকৃতির একটি বাচ্চা মেয়ে হারানো গেছে। তাকে যদি জিজ্ঞেস করেন, ‘তোমার নাম কী?’ তাহলে সে বলবে, ‘আইসক্রিম খাব’। যদি বলেন, ‘তোমার বাসা কোথায়?’ তাহলে সে বলবে, ‘আইসক্রিম খাব, আইসক্রিম খাব’। যদি আরও কোনো প্রশ্ন করেন, তাহলে সে ‘আইসক্রিম, আইসক্রিম’ চিৎকার করে আপনার দুই কানের না হলেও অন্তত এক কানের পর্দা ফাটিয়েই ফেলবে। অন্য কানের পর্দা অক্ষত রাখতে ওকে আইসক্রিম কিনে দিন। তারপর আইসক্রিমের দাম আর যাতায়াত ভাড়া নিতে চলে আসুন আমাদের ঠিকানায়।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৭, ২০০৯
Leave a Reply