সংবাদ শেষ করে বিদায় নেওয়ার আগ মুহূর্তে সংবাদ পাঠক-পাঠিকারা ঘটা করে জানিয়ে যান শিরোনামগুলো। আমাদের প্রাত্যহিক জীবনে যদি এর প্রভাব পড়ে, তাহলে কেমন হয় সেটাই জানাচ্ছেন ইকবাল খন্দকার।
অনেক দিন থাকার পর বিদায় নেবে মেহমান, বিদায় নেওয়ার আগে সে এই বাড়িতে থাকার সময়ের নানা বিষয় বলতেই পারে শিরোনাম আকারে-নিচ্ছি বিদায়, বিদায় নেওয়ার আগে শিরোনামগুলো আরেকবার-
–মেয়াদোত্তীর্ণ মাছের তরকারি খেয়ে পেটের আকাশে দুর্যোগের ঘনঘটা।
–টয়লেটের সিটকিনির নাজুক অবস্থা এবং টয়লেটে ফুটো বদনার অবস্থান।
–থাকার ঘরে পর্যাপ্ত মশা ও ছারপোকার আনাগোনা।
–একান্তই পুরোনো বন্ধুত্বের খাতিরে এই কয়েক দিন অবস্থান।
–সজ্ঞানে আর কখনো এই বাড়িতে বেড়াতে না আসার সিদ্ধান্ত চূড়ান্ত।
চেনাজানা এক দোকান থেকে অনেক কিছু কেনার পর এবার বিদায়ের পালা। আর বিদায়ের আগে শিরোনামগুলোর পরিবেশনা-
–একই দোকানে সব জিনিস পাওয়া যাওয়ায় আমাদের ব্যাপক সন্তুষ্টি।
–কিছু কমিশন দেওয়ায় এই সন্তুষ্টিতে নতুন মাত্রা যোগ।
–বকেয়া টাকাগুলো মাস দুয়েকের মধ্যে না চাওয়ার জন্য ম্যানেজারের প্রতি উদাত্ত আহ্বান।
–নির্দিষ্ট সময়ের আগে জামার রং নষ্ট হয়ে গেলে ফেরত দেওয়ার হুমকি।
–ম্যানেজারের পক্ষ থেকে চা না খেয়ে কফি খাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত।
অনেক দিন জেল খাটার পর শাস্তির মেয়াদ শেষ হলে জেল থেকে বিদায়। বিদায়ের আগে শিরোনামগুলো আরেকবার-
–ব্যক্তিগত উদ্যোগে জেলকে ‘শ্বশুরবাড়ি’ আখ্যাদান।
–বছর বিশেক বিনা খরচাপাতিতে কাটিয়ে দিতে পারায় ব্যাপক উচ্ছ্বাস।
–এমন ঝক্কিঝামেলামুক্ত জীবন থেকে বিদায় নিতে বাধ্য করায় বিস্তর মনঃক্ষুণ্নতা।
–জেলখানায় বসে বসে আমি ধরা খাইছি বইয়ের রচনাকাজ সমাপ্ত।
–ফুলের মালা নিয়ে বাইরে অপেক্ষমাণ চেলাপেলার প্রতি দৃষ্টি নিক্ষেপ।
রাজনীতি থেকে আজকাল বিদায় নিচ্ছেন অনেক প্রবীণ নেতাই। বিদায়ের আগে তাঁরা জানিয়ে যেতে পারেন তাঁদের দীর্ঘ রাজনীতিজীবনের ঘটনাবলি শিরোনাম আকারে-
–দলের স্বার্থে বিরোধী দলের নেতা-কর্মীদের সঙ্গে একাধিকবার চেয়ার ছোড়াছুড়ি।
–মন্ত্রীর পদ দেওয়া হবে বলেও না-দেওয়া এবং প্রতারণা।
–বাচ্চা নেতারা ‘বুইড়া’ বলে ডাকায় ব্যাপক উত্তেজনা।
–উড়িয়ে দেওয়া যায় না নতুন দল গঠনের সম্ভাবনাও।
–এখন থেকে নিজের বাজার নিজে করা যাবে, কাজের ছেলে টাকা মারতে পারবে না-এ জন্য অতিমাত্রায় খোশ আমদেদ।
যে আপনার দীর্ঘ সময়ের সফরসঙ্গী, একসময় অবশ্যই সে বিদায় নেবে। বিদায়ের আগে শিরোনামগুলো-
–জানালার পাশে বসতে না দেওয়ায় কিঞ্চিৎ অসন্তুষ্টি।
–নাক ডাকিয়ে ঘুমাতে ঘুমাতে দু-একবার গায়ের ওপর এলিয়ে পড়ায় মানসিক ক্ষোভ।
–শুরুর দিকে মলম পার্টির সদস্য হিসেবে সন্দেহ করলেও এ মুহূর্তে ভালো মানুষ হিসেবে স্বীকৃতিদান।
–মজার মজার গল্প বলে ভ্রমণটা মজাদার করে তোলার জন্য ধন্যবাদ জ্ঞাপন।
–মোবাইল ফোনের নম্বর বিনিময় এবং ফোন করার অনুরোধ।
কাজকর্মে ফাঁকি দেওয়ায় চাকরি চলে যেতেই পারে আপনার। তখন কর্মস্থল থেকে বিদায় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বিদায় নেওয়ার আগে শিরোনামগুলো-
–বসের কাছে একাধিকবার ক্ষমা প্রার্থনা।
–মনে মনে বসের চৌদ্দগুষ্টি তুলে গালিগালাজ।
–এক দিনের মধ্যে গত মাসের বেতন পরিশোধের আলটিমেটাম।
–বসকে বাগে পেলে দেখে নেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
–‘দেশে কি চাকরির অভাব নাকি’ বলে আত্মসান্ত্বনা।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৭, ২০০৯
Leave a Reply