বিশ্বস্তসূত্রে খবর পাওয়া গেছে যে, গত ০৮-১০-২০০৪ তারিখে দুর্ঘটনা কবলিত বিমানের ফ্লাইটটির ক্যাপ্টেন উড্ডয়নের সময় যাত্রীদের উদ্দেশ্যে নিম্নোক্ত ঘোষনাটি দিয়েছিলেনঃ
লেডিস্ এন্ড জেন্টেল্ম্যান, আমি এই ফ্লাইটের ক্যাপ্টেন আপনাদের স্বাগত জানাচ্ছি। বেকারীতে আমার অতিরিক্ত সময় ব্যয় এবং খারাপ আবহাওয়ার কারনে এই ফ্লাইটটি উড্ডয়নে ৪ দিন বিলম্ব করার জন্য আমরা আন্তরিকভাবে দুখিঃত।
এটি বিমানের ফ্লাইট বিজি-০৬, গন্তব্য সিলেট। আমরা সিলেটে অবতরন করতে পারব কিনা সেটা এখোনো নিশ্চিত নয়, তবে আমাদের যাত্রা শেষ হতে পারে এয়ারপোর্টের কাছাকাছি কোথাও। এমনকি ভাগ্য সুপ্রসন্ন হলে আমরা আপনার গ্রামেও অবতরন করতে পারি, যাতে এয়ারপোর্ট থেকে আপনার যাতায়াত ভাড়াও বেচে যাবে।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের বিমানের নিরাপত্তা ব্যবস্থা খুবই উন্নত, আর এ কারনে কখোনোই কোন সন্ত্রাসী ভয়ে আমাদের বিমানে ভ্রমনে উৎসাহি হয় না । আরো জানাচ্ছি যে, চলতি বছর এই পর্যন্ত আমাদের মোট যাত্রীদের ৫০% তাদের নির্দিষ্ট গন্তব্যে সহি সালামতে পৌঁছাতে পেরেছেন।
যাত্রীদের কারো কাছে যদি আমাদের প্লেনের ইঞ্জিনের শব্দ খুব বেশী মনে হয়, তাহলে আমরা আপনাদের সুবিধার্থে ইঞ্জিন বন্ধ করে দেয়ার ব্যবস্থা করব। বিনা বাধায় আপনাদের ভূপাতিত হওয়াকে উপভোগ্য ও স্মরনীয় করে রাখতে আমরা শুভেচ্ছা স্বরূপ সরবরাহ করব ডাইল, চা ও ব্রিটল বিস্ক ুট। আমাদের যাত্রীদের মধ্যে যারা অধিক প্রগতিশীল, তাদের জন্য এটাই সুবর্ন সুযোগ পরীক্ষা করার যে, আদৌ বিধাতা আছেন কিনা।
দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, টেলিভিশন থেকে রেকর্ড করতে ভুলে যাওয়ার কারনবশতঃ আজকের ফ্লাইটে যাত্রাকালীন পূর্নদৈর্ঘø ঢাকাইয়া বাংলা চলচ্চিত্রটি দেখানো সম্ভব হচ্ছে না। তবে চলচ্চিত্রপ্রেমী যাত্রীদের কথা চিন্তা করে আমরা জিএমজি এয়ারলাইন্সের ঠিক পাশে পাশে চলব। ফলে, কেবিনের ডানপাশের জানালা দিয়ে আপনারা ওই প্লেনে চালানো ছবিটি উপভোগ করতে পারবেন।
প্লেনে ধূমপান করা নিষেধ। তাই কেবিনে যদি কোন ধোঁয়া দেখতে পান, তাহলে বুঝবেন আমাদের প্লেনের ইঞ্জিন গতি কমানোর ইঙ্গিত দিচ্ছে।
যাত্রাপথে গুরুত্বপূর্ণ/ দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আমরা ভূমি থেকে যথাসম্ভব কাছাকাছি থেকে চলব। তবে, যদি আমরা খুব বেশী নেমে যাই, তাহলে অনুগ্রহ করে আমাদের অবহিত করবেন। কারন, আমাদের অতি উৎসাহী সহকারী পাইলট কানা আক্কাস অনেক সময় দর্শনীয় স্থান দর্শন করতে গিয়ে প্লেন সরাসরি মাটিতে নামিয়ে দেন।
অনুগ্রহ করে নিজ নিজ আসন গ্রহন করুন এবং উড্ডয়নের জন্য আপনাদের আসনকে শক্ত করে ধরে রাখুন। যারা সিটবেল্ট খুঁজে পাচ্ছেন না, তারা নিজের কোমরের বেল্টটি আসনের হাতলের সাথে বেঁধে নিন। আর যারা কোন আসন পাচ্ছেন না, তারা নির্দ্বিধায় স্টুয়ার্ডস বেদিশার সাথে যোগাযোগ করুন। তিনি আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেবেন, কি করে আপনাদের স্যুটকেসের সাথে নিজেকে বাঁধতে হবে।
বিমানে আপনাদের যাত্রা উপভোগ্য হোক!!
বিমান এয়ারলাইন্স! আপনার শেষ ভ্রমনের সঙ্গী!!
Leave a Reply