তোমরা কি কখনো এমন রোগে পড়েছ যে একটি জিনিস দুটি করে দেখেছ? আমাদের সময় এমন রোগ হলে লোকে তাকে বলত ‘আহোল’। আহোল সবকিছু দুটো করে দেখত। তখন যে মজার মজার কাণ্ড ঘটত, তা আর বলার মতো না।
এমনই এক আহোলের বাড়িতে একদিন একটি মুরগি চলে এল। একটি মুরগি, কিন্তু চোখে সমস্যা থাকায় আহোল দুটি মুরগি দেখল। একটু পর একজন লোক এসে বলল, ‘এই মুরগিডা আমার। আমি নিয়া গেলাম।’
আহোল তখন বলল, ‘আমারে বোকা পাইছেন? মুরগি হইল দুইডা, আর আপনে কইতাছেন একটা। তার মানে এই মুরগি দুইডার মালিক আপনে না, অন্য কেউ।’
মুরগির মালিক বিরক্ত হয়ে বলল, ‘কী আহোলের পাল্লায় পড়লাম রে!’
আহোল আরও খেপে গেল। বলল, ‘ফাইজলামি করেন? আমি যদি আহোল হইতাম, তাইলে দুইডা মুরগি কি চাইরটা দেখতাম না?’
— সংগ্রহেঃ তানজিনা মিলি, শিক্ষা বোর্ড ল্যাব· কলেজ, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২০, ২০০৯
Leave a Reply