একদা এক গ্রামে এক দম্পতি বাস করত। একদিন গৃহকর্তা বাজার থেকে তিনটা মাছ কিনে আনল। কিন্তু সমস্যা হলো, তারা মানুষ দুজন। মাছ তিনটা। বাকি মাছটা খাবে কে? কেউ ছাড় দিতে চায় না। অবশেষে সিদ্ধান্ত হলো, যে বেশিক্ষণ চুপ থাকতে পারবে, সে-ই খাবে বাকি মাছটা। শুরু হলো প্রতিযোগিতা। দুজনই চুপ। দিন যায়, রাত আসে, কেউ কথা বলে না। এদিকে পাড়াপড়শিরা বলাবলি করতে লাগল, তারা মারা গেছে। গ্রামের মোল্লাকে খবর দেওয়া হলো। দুজন মোল্লা পুণ্য লাভের আশায় সহযোগীসহ ওই দম্পতিকে কবরে নিয়ে গেল। সন্ধ্যার আঁধারে সবকিছু আবছা আবছা লাগছিল। মোল্লা অত্যন্ত মোটা ছিল। একাই কবর খুঁড়ল। স্বামী-স্ত্রী দুজনকে কবরে রাখা হলো। এদিকে এমনিতে না খেয়ে থাকা, তার ওপর আবার কবরে ফেলা হলে গৃহকর্তার ঘুম ভেঙে গেল। ঘুম জড়ানো কণ্ঠেই সে তার স্ত্রীকে বলল, ‘আচ্ছা, ঠিক আছে, তুমি খাবে দুইটা আর আমি একটা। তবে হ্যাঁ, মোটাটা আমিই খাব।’ শুনে কবর দিতে আসা মোটা মোল্লাসহ উপস্থিত তিনজন যে যেদিকে পারল পালাল।
— সংগ্রহেঃ আদনাম মো· জাদীদ মহেশখালী, কক্সবাজার
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২০, ২০০৯
Leave a Reply