একদা ব্রিটিশ শাসনামলে এক গ্রামে এক সৎ, প্রতিবাদী ফাদার বাস করত। সে প্রায় প্রতিদিনই চার্চে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলত। একদিন ফাদারের কথা ব্রিটিশ প্রশাসনের কানে গেল। সঙ্গে সঙ্গে সৈন্য পাঠানো হলো ফাদারকে ধরতে। সৈন্যরা ফাদারের নাম জানে, কিন্তু কখনো দেখেনি। তারা খুঁজতে খুঁজতে দৈবক্রমে ফাদারের কাছে এল এবং জিজ্ঞেস করল, অমুক নামের কোনো ফাদারকে সে চেনে কি না। ফাদার চিন্তায় পড়ে গেল। তাকে তো সত্য কথা বলতেই হবে। কী করা যায়। হঠাৎ একটা বুদ্ধি এল মাথায়। নিজের দাঁড়ানো স্থান থেকে দুই পা পেছনে সরে গেল। তারপর দাঁড়িয়ে সৈন্যদের উদ্দেশ করে বলল, ‘তারা যাকে খুঁজছে সে এইমাত্র এখান থেকে সরে গেছে।’ এই বলে সে তার আগের দাঁড়ানো স্থানের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সৈনিকেরা মনে করল, ফাদার যখন কিছুক্ষণ আগে এখানেই ছিল, তাহলে হয়তো কাছাকাছিই তাকে পাওয়া যাবে। এই ভেবে সৈনিকেরা প্রস্থান করল।
— সংগ্রহেঃ আদনান জাদীদ, মহেশখালী, কক্সবাজার
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২০, ২০০৯
Leave a Reply