জামাই অনেক দিন পর শ্বশুরবাড়ি যাচ্ছে একটি বড় পাঙ্গাশ মাছ নিয়ে। শাশুড়ি ছিল কৃপণ। খাওয়ার সময় তিনি জামাইকে বিভিন্ন তরকারি দিয়ে খেতে দিলেন। কিন্তু পাঙ্গাশ মাছ দিলেন না। জামাই অনেকক্ষণ বসে খেয়েও মাছের তরকারি পেল না। সবাই যখন ঘুমিয়ে পড়ল জামাই তখন ঘুমাল না। সে ঘুমের ভান করে নাক ডাকছিল এবং বলছিল-পাঙ্গাশ···ঘড়-ঘড়···পাঙ্গাশ···। সবাই কিছুই বুঝতে পারছিল না। শাশুড়ি বুঝতে পেরেছিলেন। এরপর তিনিও ঘুমের ভান করে নাক ডাকছিলেন এবং বলছিলেন-ঘড়-ঘড়···আইজ না কাইল খাইস···ঘড়-ঘড়···আইজ না কাইল খাইস···।
— সংগ্রহেঃ শরীফ হোসেন, খুলনা
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২০, ২০০৯
Leave a Reply