গণিতবিদ চ্যালেঞ্জ করলেন অর্থনীতিবিদকে। বললেন, ‘আমরাই সেরা।’
‘তাহলে পরীক্ষা হোক।’ জবাব দিলেন অর্থনীতিবিদ।
এরপর একদিন দুজন গণিতবিদ আর দুজন অর্থনীতিবিদ ট্রেনে চেপে বসলেন দূরে কোথাও যাওয়ার জন্য।
গণিতবিদ দুজন দুটি টিকিট কিনেছেন। কিন্তু দুই অর্থনীতিবিদ মিলে কিনেছেন একটি টিকিট।
‘এবার ব্যাটারা ধরা খাবে,’ বললেন প্রথম গণিতবিদ।
‘উচিত শিক্ষা হবে,’ যোগ করলেন দ্বিতীয় গণিতবিদ।
যথাসময়ে যখন টিটি কামরায় ঢুকলেন অর্থনীতিবিদ দুজন দ্রুত গিয়ে টয়লেটে ঢুকলেন। টিটি গণিতবিদদের টিকিট পরীক্ষা করে দাগ দিয়ে দিল। তারপর টয়লেটের দরজায় গিয়ে টোকা দিল। দরজা এক-তৃতীয়াংশ ফাঁক করে ভেতর থেকে টিকিট বের করে দিলেন একজন অর্থনীতিবিদ। টিটি সেটাতেই দাগ দিয়ে চলে গেল।
বাকি সময়টা তাঁরা নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছলেন।
পরের দিন ফেরার সময় দুই গণিতবিদ মিলে একটা টিকিট কিনলেন। কিন্তু অর্থনীতিবিদ দুজন কোনো টিকিটই কিনলেন না। ফলে দুই গণিতবিদ আবারও উল্লসিত হলেন এই ভেবে যে এবার আর রক্ষা নেই।
যথাসময়ে টিটিকে কামরায় ঢুকতে দেখে গণিতবিদদ্বয় দ্রুত গিয়ে টয়লেটে ঢুকলেন।
একটু পরেই টয়লেটের দরজায় টোকা। এক গণিতবিদ ভেতর থেকে টিকিট বের করে দিলেন। কিন্তু সেটা আর তারা ফেরত পেলেন না।
পাবেনই বা কীভাবে?
অর্থনীতিবিদ দুজন ওই টিকিট নিয়ে আরেক টয়লেটে গিয়ে ঢুকেছিলেন যে!
— আসজাদুল কিবরিয়া, ইন্টারনেট অবলম্বনে
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৩, ২০০৯
Leave a Reply