সাকিব আল হাসান
খুব বেশি কথা নাকি তিনি বলেন না, এমন একটি জনশ্রুতি আছে। নিন্দুকের মুখে ছাই ঢেলেই যেন গড়গড় করে বলে গেলেন মজার সব কথা। কে বলবে, এই ছেলেটিকে সবাই অন্তর্বিমুখ বলে! আলোচনায় এসে নিজেকে প্রমাণ করলেন ‘রসিক সাকিব’ হিসেবে। সঙ্গে ছিলেন জিনাত রিপা
আপনিই যে ক্রিকেটার সাকিব আল হাসান, প্রমাণ করুন।
— প্রথমেই ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে। তারপর আমার কৃতজ্ঞতা আমার পরিবার, টিমমেট···।
আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অন্য একটি প্রশ্ন করি। জাতীয় দলের অধিনায়ক হতে পারেন, এমন কোনো যোগ্যতা আপনার আছে?
— আমি মোটামুটি সঠিকভাবে ইংরেজিতে কথা বলতে পারি।
কে বেশি জনপ্রিয়? নায়ক শাকিব খান, নাকি ব্যাটসম্যান সাকিব আল হাসান?
— এ ব্যাপারে সামান্য Doubt আছে। তবে জানেন তো, Benefit of Doubt সাধারণত ব্যাটসম্যানই পেয়ে থাকেন।
কোনটা বেশি উপভোগ করেন? ফিল্ডিং করা, না ফিল্ডিং মারা?
— আপনি শুধু পেশাটাই দেখলেন, আমার বয়সটা দেখলেন না?
যিনি ব্যাটিং করেন তাঁকে ব্যাটসম্যান কেন বলা হয়? Batman বললে কী হয়?
— দৌড়ে দৌড়ে রান নিতে হয় রে ভাই! উড়ে কী আর নেওয়া যায়?
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। শেষ দুই ওভারে ৭২ রান দরকার। ক্রিজে আছেন আপনি। সঙ্গী হিসেবে কাকে আশা করবেন?
— জুয়েল আইচকে।
কিসের অভাবে বিশ্বসেরা স্পিনার হতে পারছেন না বলে মনে করেন?
— মুরালিধরনের মতো দুটি চোখ, যা দিয়ে দিব্যদৃষ্টিতে ব্যাটসম্যানের খুঁতগুলো দেখতে পাওয়া যায়।
আপনার এক ওভারের ছয় বলে কেউ ছয়টি ছক্কা পেটালে কী করবেন?
— ঘুমটা কখন ভাঙবে সেই অপেক্ষা করব।
আপনি জানেন যে আপনি আউট হননি। তার পরও যদি আম্পায়ার উইকেট নির্দেশক আঙুল উঁচিয়ে তোলেন, আপনার কী করতে ইচ্ছা করে?
— চিৎকার দিয়ে ‘খেলুম না! আলাব্বু!!’ বলে মাঠ থেকে বেরিয়ে যেতে ইচ্ছা করে।
ছোটবেলায় পাড়ার ছেলেদের সঙ্গে কী হিসেবে বেশি খেলেছেন, ব্যাটসম্যান, নাকি বোলার?
— দুধ-ভাত।
শচীন টেন্ডুলকার যদি আপনার কাছে টিপস চাইতে আসেন, আপনি তাঁকে কী টিপস দেবেন?
— সবার আগে বলব, যেন নামটা বদলে সাকিব আল হাসান রাখেন। আর যা-ই হোক, রেকর্ড বুক একটা স্মার্ট লুক পাবে, কী বলেন?
উইকেটরক্ষক উইকেট রক্ষা না করে ভাঙতে এত ব্যস্ত থাকেন কেন?
— নইলে সতীর্থ খেলোয়াড়েরা যে তাঁর মাথা ভাঙবে, এটা তাঁর জানা আছে।
কোন জিনিসটা আয়ত্তে আনতে পারলেই বাংলাদেশ দল নিয়মিত জয়ের দেখা পাবে?
— আম্পায়ারের আঙুল।
ব্যাটসম্যানরা রানার নিতে পারলেও বোলার কেন তা পারেন না?
— রানার দিলে শেষে থ্রোয়ারও চেয়ে বসতে পারেন। মানুষের স্বভাব তো! অল্পে খুশি না।
ইদানীং বিভিন্ন পণ্যের মডেল হিসেবে আপনাকে দেখতে পাওয়া যায়। কী করতে আপনার বেশি ভালো লাগে? খেলতে, নাকি মডেলিং করতে?
— ফালতু সব প্রশ্নের উত্তর দিতে।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৩, ২০০৯
Leave a Reply