সামিনা চৌধুরী —
সাক্ষাৎকারটি কাগজে-কলমে তুলে এনেছেন জিনাত রিপা
গান গাওয়ার পাশাপাশি ইদানীং আর কী করছেন?
— খাচ্ছিদাচ্ছি, ঘুমুচ্ছি, ছেলেদের পড়া দেখিয়ে দিচ্ছি-এই তো!
গান কেন গান?
— রান্নাঘরে আর কদ্দিন গাইব বলুন?
কী ভেবে খুব আশ্চর্য হন?
— রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্রপতি বলা হয়। মানলাম। নেপাল তো প্রজাতন্ত্র, তবে কেন তাদের প্রধানকে প্রজাপতি বলা হয় না!
মানুষ দিনের বেলা তারা দেখে কখন?
— সিএনজি ভাড়া করতে গেলে।
দিন আর রাতের মধ্যে মূল পার্থক্য কোথায়?
— রাতে ছিঁচকে চুরি হয় বেশি। আর দিনের প্রায় সব চুরিই হয় পুকুরচুরি।
আজকের সামিনা চৌধুরী আগামী দিনের-
— আমার ছেলেদের বাচ্চার দাদি।
হানিমুন থাকলেও হানিসান নেই কেন?
— সূর্যের তাপে নতুন বউয়ের ত্বক কালো হওয়ার আশঙ্কা থাকে বলে।
যা পাওয়ার যোগ্যতা আপনার আছে, কিন্তু এখনো পাননি-
— মায়ের হাতের মার।
ব্যবসা হিসেবে কোনটি লাভজনক বলে মনে হয় আপনার কাছে?
— আফ্রিকা মহাদেশে রং ফরসা করা ক্রিমের ব্যবসা।
গান যদি পৃথিবীতে না-ই থাকত-
— রবীন্দ্র, নজরুল কী করে হতো!!!
এই বয়সেও তারুণ্য ধরে রাখার রহস্য কী?
— এই বয়সে মানে!
আপনি সবচেয়ে অপমানিত বোধ করেন কখন?
— অপমানিত বোধ করার পর্যাপ্ত কারণ থাকা সত্ত্বেও যখন অপমানিত বোধ হয় না।
সবার ওপরে মানুষ সত্য-কথাটা কি ঠিক?
— কী করে ঠিক বলি বলুন? আমি তো দেখি সবার ওপরে আকাশ, গ্রহ, নক্ষত্র।
মানুষ কলা ছিলে খায় কেন?
— তারা যে ছাগল না, এটা প্রমাণের জন্য।
গভীর রাতে কী ভাবেন?
— সূর্য বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে। একটু পরই সকাল।
সূত্রঃ প্রথম আলো, এপ্রিল ০৬, ২০০৯
Leave a Reply