বাংলাদেশের একজন রাষ্ট্রপতি তাঁর মন্ত্রিসভার জন্য মনমতো অর্থমন্ত্রী খুঁজে পাচ্ছিলেন না। শেষে তিনি কয়েকজনকে একটি বৈঠকে ডাকলেন। উদ্দেশ্য, এঁদের ভেতর থেকে একজনকে অর্থমন্ত্রী করা হবে। কিন্তু বৈঠকে কারও কথাবার্তাই রাষ্ট্রপতির কাছে জুতসই লাগছিল না। মনে মনে তিনি বিরক্ত হচ্ছিলেন। একপর্যায়ে চেহারায় বিরক্তি ফুটে উঠল। তা দেখে একজন বললেন, ‘স্যারের কি আমাদের পছন্দ হচ্ছে না?’
‘পছন্দ হবে কীভাবে?’ রাষ্ট্রপতি বিরক্তি সহকারে বললেন। ‘আপনাদের বুদ্ধির দৌড় নিয়ে আমার সন্দেহ হচ্ছে।’
‘সেকি কথা!’ আরেকজন বললেন। ‘পরীক্ষা করেই দেখুন না?’
‘তাহলে একজন একজন করে বলুন তো দুই আর দুই মিলে কত হয়?’
‘এটা একটা প্রশ্ন হলো,’ প্রথমজন বললেন। ‘চার হয়।’
‘হ্যাঁ, চার হয়,’ দ্বিতীয়জন সমর্থন দিলেন।
‘যোগ করলেও চার হয়, গুণ করলেও চার হয়,’ তৃতীয়জন যোগ করলেন।
পঞ্চমজন একটু সামনে ঝুঁকে নিচু গলায় আঞ্চলিক ভাষার টানে বললেন, ‘দুইয়ে দুইয়ে চার হয়, দুইয়ে দুইয়ে পাঁচ হয়। আপনি কতো চান?’
প্রচলিত আছে, পঞ্চমজনকেই অর্থমন্ত্রী করা হয়েছিল।
— আসজাদুল কিবরিয়া, সংগৃহীত
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৩, ২০০৯
Leave a Reply