স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা। কিন্তু যারা চাকরি করি, তারা স্বাধীন হয়েও পরাধীনতার এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছি। চিন্তা করছেন, কীভাবে? আসুন না দেখি অফিসের জীবন আর জেলহাজতের জীবনের মধ্যে কোনো পার্থক্য আছে কি না!
জেলঃ একজন বেশির ভাগ সময়ই ৮ বাই ১০ একটি ঘরে সময় কাটায়।
অফিসঃ একজন বেশির ভাগ সময় কাটায় ৬ বাই ৮ কিউবিকলে।
জেলঃ হাজতি দিনে তিন বেলা খাবার বিনামূল্যে পায়।
অফিসঃ আপনি মাত্র একটা মধ্যাহ্ন বিরতি পাবেন এবং খাবারের জন্য টাকা দিতে হবে।
জেলঃ আপনার জন্য একজন গার্ড থাকে সব সময়, যে আপনার দরজা খুলে বা বন্ধ করে দেয়।
অফিসঃ আপনার নিজেকে কষ্টকর একটি সিকিউরিটি কার্ড বহন করতে হয় এবং সব দরজা নিজ দায়িত্বেই খুলতে এবং বন্ধ করতে হয়।
জেলঃ ভালো ব্যবহারের পুরস্কার হিসেবে আপনাকে বিনোদনের সময় দেওয়া হয়।
অফিসঃ ভালো ব্যবহারের পুরস্কারস্বরূপ আপনাকে বেশি করে কাজ দেওয়া হয়।
জেলঃ আপনার জন্য খেলাধুলা ও টেলিভিশনের ব্যবস্থা রয়েছে।
অফিসঃ টিভি দেখা ও খেলাধুলা করার কারণে আপনাকে বহিষ্কার করা হবে।
জেলঃ নিজস্ব টয়লেটের ব্যবস্থা থাকে।
অফিসঃ কমন টয়লেট ব্যবহার করতে হয়।
জেলঃ আপনার পরিবার ও বন্ধুরা আপনার সঙ্গে দেখা করতে পারে।
অফিসঃ অনেক ক্ষেত্রে পরিবার বা বন্ধুদের সঙ্গে কথা বলাও নিষেধ থাকে।
জেলঃ সব খরচ আদায়কৃত ট্যাক্স থেকে পূরণ করা হয়। এর জন্য কোনো কাজ করতে হয় না।
অফিসঃ অফিস করতে হয় আপনার নিজের সব খরচ চালানোর জন্য
এবং বেতন থেকে সরকার ট্যাক্স কেটে নেয়, যার একটি অংশ
জেলেও খরচ হয়।
জেলঃ ভালো ব্যবহার ও স্বভাবের কারণে অনেক সময় সরকার মেয়াদের আগেই মুক্ত ঘোষণা করে থাকে।
অফিসঃ ভালো ব্যবহার ও সৎ হলে আপনার অবসর বাতিল করে চাকরির মেয়াদ আরও বাড়ানো হয়।
জেলঃ অনেক সময় জেলে বদমেজাজি ওয়ার্ডেন দেখা যায়।
অফিসঃ তারা ম্যানেজার নামে পরিচিত।
জেলেঃ আপনি বই পড়া, বই লেখা, ছবি আঁকার মতো সৃজনশীল কাজ করতে পারেন।
অফিসঃ কাজের চাপে আপনার সৃজনশীলতা বিলীন হতে থাকে।
জেলঃ বিশেষ দিনগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।
অফিসঃ বিশেষ দিন বড়জোর ছুটি থাকে, ভালো-মন্দ খাবারের সুযোগ নেই।
জেলঃ সকল প্রকার যাতায়াতের জন্য সরকারি গাড়ি বরাদ্দ রয়েছে।
অফিসঃ বেশির ভাগ যাতায়াতের খরচ নিজের পকেট থেকে যায়।
জেলঃ আপনি বড় মাপের কেউ হলে আপনার জন্য বিশেষ জেল বানানো হবে, যেখানে সকল প্রকার বিনোদন ও সুযোগ-সুবিধা রয়েছে।
অফিসঃ আপনি যত বড় মাপেরই হোন না কেন, আপনাকে করপোরেট অফিসের জন্য নির্দিষ্ট অফিস ঘরেই কাজ করতে হবে।
এখন ভাবুন, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাবেন, নাকি জেলে?
-ওয়েবসাইট অবলম্বনে
মুনাস ইকবাল
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৩, ২০০৯
Leave a Reply