শাহেদ। নাতাশার কথা বিশ্বাস করে বিয়ে করেছেন তাঁকে। সেই বিশ্বাস পূর্ণতা পেয়েছে কি না তা অবশ্য খোলাসা করে কিছু বলেননি। তবে এই ভেবে পুলক অনুভব করেন, তিনি আবুল হায়াতের জামাতা, বিপাশার ভগ্নিপতি! অকপট এ কথাগুলো বলেছেন আলোচনে। সঙ্গে ছিলেন জিনাত রিপা।
এই মুহূর্তে কী করছেন?
— এ মুহূর্তে কিছু করার নেই। তাই রস+আলোতে সাক্ষাৎকার দিয়ে টাইম পাস করছি।
আপনি নাতাশার জন্য জীবন দিতে পারেন?
— পারি। কিন্তু দেব না। ও তো তাহলে একা হয়ে যাবে!
এত মেয়ে থাকতে নাতাশাকেই কেন বিয়ে করলেন?
— একমাত্র ও-ই আমাকে কথা দিয়েছিল, বিয়ের পর বকাঝকা করবে না, ঘর মুছতে বলবে না, কাপড় কাচতে দেবে না···ও কথাগুলো খুব বিশ্বাসযোগ্য করে বলেছিল!
আলাদিনের চেরাগ পেলে কী করবেন?
— লোডশেডিংয়ের সময় জ্বালাব।
প্রেমের মড়ার সঙ্গে কিসের তুলনা চলে?
— পচা ডিমের। কারণ, দুটোই পানিতে ভাসে।
সেই পুরুষই বিয়ে করেন···
— যিনি সত্যিকারের পুরুষ!! (আমার একার লেজ কাটবে কেন? অন্যেরটাও কাটুক!)
কোথায় আপনার হারিয়ে যেতে নেই মানা?
— আমি হারাতে চাই না, বোঝা গেছে?
আপনার প্রিয় পানীয় কী?
— একটি কোমল পানীয়, যার বিজ্ঞাপনী স্লোগান ‘অষধিুং ঋৎবংয!’।
পর্যাপ্ত সময় পেলে যে বিষয়টি নিয়ে ভাবতে চান।
— উড়তে পারার ক্ষমতা থাকার পরও তেলাপোকা কেন পাখি নয়-এ বিষয়ে গবেষণা করতে চাই।
এত প্রাণী থাকতে পৃথিবীতে মশার কীইবা দরকার ছিল?
— মশারির ব্যবসা করে কিছু লোক বেঁচে-বর্তে আছে, আপনার ভালো লাগছে না বুঝি?
‘পুষ্প আপনার জন্য ফোটে না’, তবে কার জন্য ফোটে?
— কোরবানির ঈদের সময় গরু-ছাগলের জন্য আর নির্বাচনের মৌসুমে নেতাদের জন্য।
আচ্ছা, আপনার বুদ্ধি কেমন?
— নিজের প্রশংসা নিজে করা কি ঠিক হবে?
কী ভেবে দুঃখ পান?
— এত বুঝি কেন?
কোনো ব্যাংকে ডাকাতির পর প্রথম কোন কাজটা করা হয়?
— আমি পুলিশও না, ডাকাতও না, অভিনেতা।
আমাদের দেশে যেকোনো পরিকল্পনা শেষ পর্যন্ত কী হয়?
— পরিকল্পনাধীন থেকে যায়!
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৩, ২০০৯
Leave a Reply