— পঞ্চগড় রেলস্টেশনের ট্রেন নম্বর ৬১৬২-এর রুট ২-এর ৩ নম্বর স্টেশনে দিনাজপুরের এক ছোট্ট গ্রামের কবরস্থানের চৌকিদারের কবরে বসে থাকা কুকুরের সামনের ডান পায়ের ৩ নম্বর আঙ্গুলের নখের পাশে লুকিয়ে থাকা জীবাণুর পেটে থাকা ব্যাকটেরিয়ার ক্রোমোজোনাল ডিএনএর নিউক্লিউটাইডের পঞ্চম কার্বন বাইরের আবরণ চতুর্থ ইলেকট্রনের কসম···শুধু বিরক্ত করার জন্য এই এসএমএস করছি।
রিতা
মিরপুর, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৩, ২০০৯
Leave a Reply