প্রতিদিন পত্রিকাজুড়ে থাকে নানা ধরনের চাকরির বিজ্ঞপ্তি। সেখানে থাকে অনেক ধরনের প্রলোভন। ইন্টারনেট অবলম্বনে এসব চাকরির বিজ্ঞপ্তির ময়নাতদন্ত করে এর অন্তর্নিহিত তাৎপর্য উদ্ধারের নিষ্ফল প্রয়াস চালিয়েছেন মুনাস ইকবাল
বেতনঃ ২৪,০০০-৩২,০০০
আসলে বেতন হবে ২৪,০০০ টাকা।
বেতনঃ আলোচনাসাপেক্ষ
যিনি সবচেয়ে কম চাইবেন, তাকেই নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্মাতক (স্মাতকোত্তররা অগ্রাধিকার পাবেন)
অবশ্যই স্মাতকোত্তর ডিগ্রিধারী কাজটা পাবেন, কিন্তু বেতন হবে স্মাতক মানের।
বিশেষ সুবিধাঃ কোম্পানির বিশেষ সুবিধা প্যাকেজ
আপনাকে লাইফ ইন্স্যুরেন্স করে দেওয়া হবে, যা মরণোত্তর সুবিধা বলে বিবেচিত হবে।
ধরনঃ নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী
আপনাকে এমন কাজ করতে হবে, যা বর্তমান স্টাফরা করতে চাইছে না বা করলেও অতিরিক্ত টাকা দাবি করছে।
অফিস লোকেশনঃ চমৎকার লোকেশনে সুন্দর অফিস
জানালাবিহীন নতুন বিল্ডিং (১২ তলা, লিফটবিহীন), যার অফিসরুমগুলোর দেয়ালে কার্পেটের সঙ্গে মিল রেখে ছবির ফ্রেম টাঙানো।
প্রশিক্ষণঃ প্রশিক্ষণ প্রদান করা হবে
প্রথম দিকে গুরুতর কয়েকটা ভুল করলেও সমস্যা নেই।
পদঃ এক্সিকিউটিভ সেক্রেটারি
অফিসের সবচেয়ে ক্ষমতাধারী পদ (সূর্যের চেয়ে বালি গরম নীতি অনুসারে)।
যোগ্যতাঃ উদ্যমী/কর্মে উদ্দীপনাসম্পন্ন
আপনাকে প্রতিদিন সর্বনিম্ন ১৮ ঘণ্টা কাজ করতে হবে, যত দিন না আপনাকে জোরপূর্বক অবসর নিতে বাধ্য করা হয়।
বেতনঃ কম্পিটিটিভ স্যালারি
আপনার বিগত চাকরি থেকে সর্বোচ্চ ১ শতাংশ বেশি বেতন দেওয়া হবে, এর এক টাকাও বেশি নয়।
কর্মক্ষেত্রঃ কাজের মনোরম পরিবেশ
অফিসের বেশির ভাগ লোক আপনার সঙ্গে কথা বলবে না।
বিশেষ যোগ্যতাঃ টেলিফোনে ব্যবহার ভালো হতে হবে
দিনের বেশির ভাগ সময় টেলিফোনেই কাটাতে হবে। চাকরিটা রিসেপশনিস্ট হওয়ার সম্ভাবনা বেশি।
অভিজ্ঞতাঃ প্রফেশনাল অ্যাপিয়ারেন্স প্রয়োজনীয়
২০,০০০ টাকা/মাস চাকরি করে ১০,০০০ টাকা/মাস কাপড় কিনতে হবে।
অন্যতম যোগ্যতাঃ পাবলিক রিলেশন ভালো
একজন রিসেপশনিস্ট চাওয়া হচ্ছে।
মনোভাবঃ টিম প্লেয়ার
কয়েকজন বিপজ্জনক সহকর্মীর সঙ্গে কাজ করতে হবে, যারা বেশির ভাগ সময় আপনাকেই গিনিপিগ বানাবে।
প্রতিষ্ঠানঃ প্রগতিশীল কোম্পানি
সপ্তাহের বৃহস্পতিবার আপনি জিন্স পরতে পারবেন।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৯, ২০০৯
Leave a Reply