একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, আপনি আর অমিতাভ রেজা নেই। অভিতাভ বচ্চন হয়ে গেছেন। কী করবেন?
— আমার যত মেধাবী গরিব বন্ধু ছবি বানাতে চায়, টাকার অভাবে পারছে না, তাদের সবাইকে টাকা দেব ছবি বানানোর জন্য।
আপনি অমিতাভ রেজা। আপনাকে এক নামে চেনে সবাই। প্রমাণ দিন।
— চেনে নাকি?
রাস্তায় নেমে সর্বরোগের ব্যথানাশক মলমের বিজ্ঞাপন করতে বলা হলে, আপনি মডেল হিসেবে কাকে নেবেন?
— বাংলা চলচ্চিত্রের কোনো একজন জনপ্রিয় খলনায়ককে বেছে নেব। কারণ, তারা আমজনতার সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পারে।
আপনার সবচেয়ে প্রিয় শব্দ কী?
— আমার সবচেয়ে প্রিয় শব্দ ‘নিজে’। এতে দুই কূলই রক্ষা হয়। শব্দটা উল্টে দেখুন।
কোন কাজ করতে আপনার সবচেয়ে ভালো লাগে?
— সকালে উঠে এক কাপ চা নিয়ে বাথরুমে যেতে।
দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ আপনার কাছে কী?
— জেনিকে হাসানো।
বলুন দেখি সবচেয়ে নিরাপদ ব্যবসা কোনটি?
— প্যারাস্যুট কোম্পানি খুলে বসা।
কেন?
— ‘প্যারাস্যুট ঠিকমতো কাজ করছে না।-এমন অভিযোগ আনার সম্ভাবনা নেই বললেই চলে।
আগে হতো ধারাবাহিক নাটক। এখন হয় ধারাবাহিক (সিক্যুয়েল) বিজ্ঞাপন। যদি পূর্ণদৈর্ঘø বিজ্ঞাপন বানাতে বলা হয়, কী করবেন?
— দেশ ছেড়ে পালাব। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের যন্ত্রণাতেই জান দফা-রফা।
ছেলেরা আসলে কেমন?
— গাড়ির পার্কিং স্পেসের মতো। সবচেয়ে ভালো ও সুন্দর অবস্থান দেখে বেছে নেওয়া হয়।
অভিনয় করতে বলা হলে কেমন চরিত্র বেছে নেবেন?
— যেখানে সাত নায়িকার এক নায়ক।
বলুন দেখি এখানে কে বেশি বুদ্ধিমান, প্রশ্নকর্তা, নাকি উত্তরদাতা।
— উত্তরদাতা। কারণ আপনি তো কেবল বুদ্ধিমতী হতে পারেন।
আমাদের দেশে কিসের কোনো অভাব নেই?
— ফমলশ শথরপড়.
জনপ্রিয় হওয়ার সবচেয়ে সোজা পথ কী?
— দেশের উঠতি জনপ্রিয় কোনো নায়িকাকে পটিয়ে বিয়ে করে ফেলা।
আপনার প্রিয় উক্তি কী?
— অতিরিক্ত ওজন হয়ে গেলে যদি কেউ শরীরের বাড়তি অংশ ফেলে দিতে চান, তবে নিঃসন্দেহে মাথাটাকে ফেলে দিতে পারেন।
অমিতাভ রেজা, সাক্ষাৎকার নিয়েছেন জিনাত রিপা
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৯, ২০০৯
Leave a Reply