অফিসের ১০১টা নিয়মনীতিতে সবাই অতিষ্ঠ। এটা করতে হবে, ওটা করা যাবে না। আর ছুটিছাটা নিয়ে কড়াকড়ি তো আছেই। এই নিয়মনীতি কতটা কঠিন হতে পারে তার একটি নজির দেখলে আপনি অনুধাবন করতে পারবেন-আপনি কত ভালো কোম্পানিতে চাকরি করছেন-আপনার বস্ কত ভালো মানুষ। ওয়েবসাইট অবলম্বনে লিখেছেন মুনাস ইকবাল।
অসুস্থতা ছুটিঃ এখন থেকে অসুস্থতার সাক্ষ্য হিসেবে ডাক্তারের সার্টিফিকেট অনুমোদন করা হবে না। আপনি যদি সার্টিফিকেটের জন্য ডাক্তারের কাছে যেতে পারেন, তাহলে অফিসেও আসতে পারবেন।
অপারেশনের জন্য ছুটিঃ এখন থেকে কোনো চাকরিজীবী অপারেশন করাতে পারবেন না। কারণ এর জন্য কোনো ছুটি বরাদ্দ নেই। প্রতিষ্ঠান মনে করে, কাজ সঠিকভাবে সমাধা করার জন্য আপনার সব অঙ্গ-প্রত্যঙ্গের সমন্বয় প্রয়োজন। কোম্পানি আপনাকে সম্পূর্ণ অবস্থায় চাকরিতে নিয়োগ দিয়েছে, সেহেতু কোনো প্রকার অঙ্গ অপসারণ কোম্পানির সঙ্গে চুক্তিভঙ্গের শামিল হবে।
বার্ষিক ছুটিঃ প্রত্যেক চাকরিজীবী বার্ষিক ১০৪ দিন ছুটি ভোগ করতে পারবেন। সেগুলো হলো শুক্র ও শনিবার। এ ছাড়া সবাই একসঙ্গে ছুটি নিতে পারবেন যথাক্রমে ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, পয়লা বৈশাখ, ১৬ ডিসেম্বর ও দুই ঈদের দিন।
নিজের মৃত্যুজনিত ছুটিঃ অন্তত দুই সপ্তাহ আগে নোটিশ দিতে হবে। কারণ আপনার স্থলাভিষিক্ত যিনি হবেন, তাকে ট্রেনিং দেওয়ার দায়িত্বও আপনারই।
পোশাক-পরিচ্ছদঃ সবাইকে তার বেতন অনুযায়ী পোশাক পরিধানের নির্দেশ দেওয়া যাচ্ছে। যদি কাউকে দেখা যায় দামি কাপড় বা প্রসাধনী ব্যবহার করছেন, তবে কোম্পানি ধারণা করে নেবে যে সেই কর্মচারীর বেতন বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।
টয়লেট ব্যবহারঃ টয়লেট ব্যবহারে অনেক সময় নষ্ট করা হয়। এখন থেকে সবাই নিয়ম মেনে চলবেন। নামের আদ্যক্ষর ক্রমানুসারে টয়লেট ব্যবহার করতে হবে। যেমন যাদের নাম শুরু হয়েছে ‘আ’ দিয়ে তারা যাবেন ৮ থেকে ৮·২০-এর মধ্যে, ‘ই’ দিয়ে যাদের নাম তারা যাবেন ৮·২০ থেকে ৮·৪০-এর মধ্যে-এভাবে চলতে থাকবে। আপনি যদি আপনার নির্ধারিত সময়ে টয়লেট ব্যবহার না করেন তবে আপনাকে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করতে হবে। খুব ইমার্জেন্সি হলে, আপনি আপনার সহকর্মীর সঙ্গে সময় অদল-বদল করতে পারবেন। সে ক্ষেত্রে দুজনের সুপারভাইজারের লিখিত অনুমোদন নিতে হবে।
লাঞ্চ ব্রেকঃ হালকা লোক এক ঘণ্টা সময় পাবেন দুপুরের খাবারের জন্য। যাতে বেশি করে খেয়ে ওনারা স্বাস্থ্যবান হতে পারেন। সাধারণ স্বাস্থ্যের লোক সময় পাবেন ৩০ মিনিট, সুষম খাবারের জন্য। আর মোটা লোকেরা পাবেন মাত্র পাঁচ মিনিট সময়। কারণ পাঁচ মিনিট সময় শুধু সালাদ খাবার জন্য যথেষ্ট।
সবাইকে কোম্পানির প্রতি অনুগত থাকার জন্য ধন্যবাদ। আমরা আপনার জন্য অনুকূল কাজের পরিবেশ তৈরিতে সদা সচেষ্ট।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০২, ২০০৯
Leave a Reply