সুকুমার রায়ের ‘বাবুরাম সাপুড়ে’ এক ঝটকায় উঠে এসেছে মিলার গলায়। সে গানে এবার আর শুধু সাপই নাচছে, তা নয়, নাচতে শুরু করেছে দর্শক-শ্রোতাও। মিলা এবার আলোচনে এসেছেন পাঠক মতামতে। সঙ্গে ছিলেন জিনাত রিপা।
আপনি কেন গান করেন?
— আর কী করলে প্রশ্নটা করতেন না, বলুন তো?
আপনার সবচেয়ে বড় দুঃখ কী?
— রস+আলোতে সাক্ষাৎকারটা দিতে বেশ দেরি হয়ে গেল! আমার আরও আগে দেওয়ার ইচ্ছে ছিল।
কোন রোগের কোনো ওষুধ নাই?
— প্রেম রোগের। তবে ব্যাপারটা হলো, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
আপনাকে একটি সংস্কারের সুযোগ দেওয়া হলে আপনি কী করবেন?
— আমি ‘সংস্কার’ বানানের সংস্কার করব। যুক্তাক্ষর বড় ঝামেলা করে!
বাংলা সিনেমার শিক্ষণীয় দিক কোনটি?
— সব ধরনের বাংলা সিনেমা দেখা যে ঠিক নয়, তা শেখা যায়।
আপনার বয়স কত?
— জন্মমুহূর্ত থেকে পরবর্তী স্মৃতি আমার মনে নেই। তাই সঠিক বয়স বলতে পারছি না।
চিংড়ি তো মাছ নয়, তবু আমরা খাই কেন?
— পায়েশ কিংবা কাঁঠাল তো মাছ নয়। সেগুলো আমরা খাই যে কারণে, চিংড়িও সে জন্য খাই।
কী হারিয়ে গেলে খুব খুশি হবেন?
— এক মাস থেকে ১০টি করে দিন। তাতে ব্যস্ততা খানিক কমবে। শেষ জীবনে মনে হবে, অনেক বছর তো বাঁচলাম!
এমন কেউ কি আছেন, যার নামকরণের সার্থকতা খুঁজে পান না?
— অর্থমন্ত্রী। বুঝি না এমন কেন? সামনে গিয়ে যদি টাকা চাই, পাব, বলুন?
সবচেয়ে কঠিন কাজ কী মনে হয়?
— ছুরি দিয়ে পানি কাটা।
এ দেশের কার গতি সবচেয়ে বেশি?
— জিনিসপত্রের দামের।
‘চিকন স্বাস্থ্য মোটা করিয়া থাকি’-এ ধরনের বিজ্ঞাপনের সার্থক প্রতিষ্ঠান কোনটি?
— এফডিসি।
মোবাইল ফোন আপনার কাছে কী ধরনের যন্ত্র?
— উপকারী যন্ত্রণা।
দুটি ভিন্ন পেশার লোকের মধ্যে মিল দেখাতে পারেন?
— রাজনৈতিক নেতা ও জ্যোতিষী। একজন হাত নেড়ে ভবিষ্যৎ নির্দেশ করেন, দ্বিতীয়জন করেন হাত ধরে।
কোন ব্যাপারটি কখনোই পরিকল্পনামতো ঘটে না?
— প্রেম আর লোডশেডিং।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০২, ২০০৯
Leave a Reply