— একজন সফল পুরুষ হচ্ছেন তিনি যিনি তাঁর স্ত্রী যতটা খরচ করতে পারেন তাঁর থেকে বেশি রোজগার করতে পারেন। আর একজন সফল নারী হচ্ছেন তিনি যিনি এমন একজন সফল পুরুষ খুঁজে বের করতে পারেন।
— যখন কোনো নববিবাহিত দম্পতি হাসে তখন সবাই বোঝে-কেন?
আর যখন ১০ বছরের পুরোনো দম্পতি হাসে তখন সবাই ভাবে-কেন?
— মেয়েদের সম্পর্কে বিবাহিতদের চেয়ে ব্যাচেলররাই বেশি জানে। যদি না-ই জানত তাহলে সে আর ব্যাচেলর থাকত না।
— একটি শান্তিপূর্ণ বিবাহিত জীবনের অন্যতম শর্ত হচ্ছে বারবার প্রেমে পড়া। কিন্তু অবশ্যই তা কেবল নিজের স্ত্রীর প্রেমে।
— এক ভদ্রলোক খুব গর্ব করে নিজের স্ত্রীর কথা বলছেন, ‘জানিস, যতই ঝগড়া হোক না কেন, শেষ পর্যন্ত আমার স্ত্রী আমার কথাই মেনে নেয়।’ অন্য ভদ্রলোক বেশ বিমর্ষভাবে বললেন, ‘তুই তো তাহলে অনেক ভাগ্যবান। তা কেমন করে এমন অসাধ্য সাধন করিস?’ এবার প্রথম ভদ্রলোক বললেন, ‘ঝগড়ার শেষে আমি বলি, সব দোষ আমার। আর ও অকপটে আমার কথা মেনে নেয়।’
— ভালোবাসা অন্ধ। আর ‘বিয়ে’ ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়া চোখ সহজেই খুলে দেয়। কাজেই অন্ধ চোখ খুলতে শিগগিরই বিয়ে করুন।
— বিয়ে হচ্ছে দুজন মানুষের মধ্যকার এমন এক সম্পর্ক যেখানে একজন সদা সর্বদা সঠিক আর অন্যজন হচ্ছে স্বামী।
— স্বামী তার স্ত্রীকে বলছে, ‘তুমি বিয়ের আংটি ভুল আঙ্গুলে পরেছ কেন?’ জবাবে স্ত্রী বলল, ‘কারণ আমি ভুল মানুষকে বিয়ে করেছি।’
— যখন কোনো স্বামী তার স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলে দেয় তখন এটা নিশ্চিত করেই বলা যায়, হয় গাড়িটি নতুন না হয় স্ত্রী!
— বিয়ের আগে প্রেমিকা কী বলেছিল তাই ভাবতে ভাবতে সারা রাত নিঘুêম কেটে যেত।
আর বিয়ের পর স্ত্রী কী বলছে তা শেষ করার আগেই ঘুম চলে আসে।
— অবিবাহিতদের ট্যাক্স বেশি দেওয়া উচিত, কারণ তারা বিবাহিতদের চেয়ে উন্নততর জীবন যাপন করে।
— স্বামী-স্ত্রী দুজন একটি ইচ্ছাপূরণ নদীর সামনে এসে দাঁড়াল। প্রথমে স্ত্রী মনে মনে কিছু একটা চাইল। তারপর একটি পাঁচ টাকার কয়েন পানিতে ফেলে দিল। পরে তার স্বামী কয়েন ফেলতে গিয়ে পা পিছলে নিজেই পানিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী চিৎকার দিয়ে বলল, ‘ওয়াও! এখানে দেখি সত্যি সত্যি ইচ্ছা পূরণ হয়!!’
— মাতৃভাষা বলা হয় কিন্তু পিতৃভাষা কেন বলা হয় না জানেন? কারণ পিতা কদাচিৎই কথা বলার সুযোগ পায়।
— আপনি যতই চাকরি বদলান না কেন, শেষ দিন পর্যন্ত আপনাকে আসলে একই বসের অধীনে কাজ করতে হয়। বুঝতে পারছেন তো?
— স্বামী তার রাগান্বিত স্ত্রীকে বলছে, ‘আমাকে অপবাদ দিয়ো না! আমি তোমার আত্মীয়দের অবহেলা করি-এ কথা একদম ঠিক না। যেমন ধরো, তোমার শাশুড়ি, তাকে তো আমি আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি।’
— লটারির প্রথম পুরস্কার জিতে স্ত্রী স্বামীকে বলল, ‘তোমার কাপড়চোপড় প্যাক করো।’ স্বামী খুশি খুশি মনে বলল, ‘কোথায় ঘুরতে যাবে, শীতের কাপড় বেশি নেব নাকি গরমের?’ স্ত্রী ধমক দিয়ে বলল, ‘সব কাপড় প্যাক করো, আমি কোথাও যাব না; তোমার সব কাপড়চোপড় নিয়ে তুমি ভাগো।’
— মহা ভুল করার পরও কখন মানুষ অভিনন্দন পায় জানেন? যখন সে বিয়ে করে।
— পৃথিবীর সবচেয়ে ছোট বই কোনটি জানেন? সেই বইয়ের নাম হচ্ছে-ছেলেরা মেয়েদের যতটা চেনে।
— আপনি আপনার মনের কথা অকপটে বলতে পারবেন, আপনার স্ত্রী আপনার কথার মধ্যে কোনো প্রকারের ডিস্টার্ব করবে না-এমন সুযোগ চান? তাহলে উনি ঘুমালে আপনার যা বলার বলুন।
— বিয়ের আগে ছেলেরা পূর্ণতা পায় না, অসমাপ্ত থাকে, আর বিয়ের পর পুরোপুরি সমাপ্ত হয়ে যায়।
ইন্টারনেট অবলম্বনে মেহেদীমাহমুদ
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৯, ২০০৯
Leave a Reply