আশপাশের সবাই তাঁকে মাশরাফি নামে ডাকে বলে তিনি বুঝতে পারেন তিনিই মাশরাফি বিন মুর্তজা। তবু মাঝে মাঝে ওভারপ্রতি রান বেশি দিয়ে দিলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে চিনতে পারেন না। আন্তর্জাতিক বোলিং র্যাঙ্কিংয়ের ৯ নম্বর বোলার জীবনযাপনে মোটেও নয়ছয় করেন না। বাধ্য ছেলের মতোই থাকেন। রস+আলোর আলোচনেও তিনি সুবোধ বালকের মতো প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। সঙ্গে ছিলেন জিনাত রিপা
আপনি যে মাশরাফি বিন মুর্তজা-এর প্রমাণ কী?
–আশপাশের সবাই আমাকে মাশরাফি বলেই তো ডাকে দেখি!
ক্রিকেটে প্রতি ওভার শেষে দুই ব্যাটসম্যান একত্র হয়ে কী বলে?
–গার্ড ঠিকমতো লাগানো আছে কি না খেয়াল রাখিস।
বোলিং করার সময় আপনার মাথায় কী কাজ করে? মানে বিপরীত দলের ব্যাটসম্যান নিয়ে কী ভাবেন?
–খা···খা··খা···বক্ষিলারে খা!
ঝাড়ে বংশে খা!!!
মানুষ বিয়ে করে কেন?
–পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।
ক্রিকেটের বদৌলতে তো অনেক দেশ ঘুরতে হয়। ভাষা নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি?
–আমি তো আসলে বাংলায় বলি। ভাব প্রকাশের বাকি কাজটা তো আমার হাত-পাগুলো করে।
বিয়ের আগে আপনি কেমন ছিলেন?
–ময়ূর ছিলাম রে ভাই! ময়ূর ছিলাম। শরীরে অনেক রং ছিল।
বিয়ের পর কেমন আছেন?
–পেখম থেকে পুচ্ছের পালক একটি একটি করে খসে পড়ছে।
ভালো কথা, তবে গথড়ড়মথবপ-এর ফৎয়ৎড়প য়পষঢ়প কী?
–আমি একটি বাংলাদেশ ‘এ’ টিম বানাব। আমার ক্ষেত্রে তাই গথড়ড়মথবপ-এর ঋৎয়ৎড়প য়পষঢ়প ইঅইণ.
গরু ও মানুষের মধ্যে মিল কোথায়?
–উভয়ই শিশুকালে গরুর দুধ খায়।
এ জীবনে আপনার সবচেয়ে বড় না-পাওয়া কী?
–রসের ভেতর এ কী কষ নিয়ে এলেন হঠাৎ?
বাংলাদেশের মানুষের কী নেই?
–হেরে গেলে মেনে নেওয়ার মানসিকতা।
কী আছে?
–যখন যা খুশি বলার স্বাধীনতা।
বাংলাদেশের ক্রিকেটারদের প্রধান বৈশিষ্ট্য কী?
–ওরাও মানুষ! দেবদূত নয়।
ক্রিকেটকে জেন্টলম্যানস গেম, মানে ভদ্রলোকের খেলা বলা হয় কেন?
–মানুষকে বোকা বানানোর জন্য। যেন তারা খেলা দেখার সময় ভাবে তারা ভদ্রলোক।
ক্রিকেট খেলার বড় সুবিধা কী?
–ইচ্ছেমতো পেপসি খাওয়া যায়।
সূত্রঃ প্রথম আলো, ফেব্রুয়ারী ০২, ২০০৯
Leave a Reply