[হুমায়ুন কবীরের মেঘনার ঢল অবলম্বনে]
শোন মা আমিনা, বদনাটা কই, ত্বরা করে মোরে বল
প্রকৃতির ডাক আসিয়াছে, তাই এখনি লাগিবে জল।
নদীর কিনারা ঝোপেঝাড়ে ভরা,
প্রকৃতির ডাকে আছে মোর ত্বরা
কই রে আমিনা, তাড়াতাড়ি কর, জলদি বদনা আন,
কাপড় নষ্ট হইলে কিন্তু ছিঁড়িব তোর দু’কান।
কী যে অপূর্ব জ্যোৎস্মালোকিত পূর্ণিমার এই রাত্রি,
জনমানবহীন এই প্রান্তরে চাঁদ মোর সহযাত্রী;
নদীর কিনারে দারুণ আঁধার,
হেথা যেতে ভয় করিছে আমার;
আজ যদি মোর নিজের ঘরেতে থাকিত বাথরুম,
তবে প্রকৃতির কাজে টুটে হেরে যেত না শেষ রাত্রের ঘুম।
এই জায়গাটা যথোপযুক্ত, এখানে সারিব কাজ
ঝোপে আর ঝাড়ে প্রাকৃতিক কাজে পুরুষের নাই লাজ;
সহসা বিকট শব্দ শুনিয়া
হাত হতে গেল বদনা ছুটিয়া
বদনা বিহনে কীভাবে সারিব মোর প্রাকৃতিক কাজ
হায় ইশ্বর, এরেই কী কয়-‘নিয়তির পরিহাস’?
বর্ষণ সেন, গোলাপ সিংহ লেন, নন্দনকানন, চট্টগ্রাম
সূত্রঃ প্রথম আলো, জানুয়ারী ১৯, ২০০৮
Leave a Reply