চল্ চল্ চল্
আমরা খেলিব ফুটবল
বলের শরীরে হানি আঘাত,
বিপক্ষকে করিব মাত
টুটাব তাদের জেতার স্বাদ
পাশ দিয়ে যাই চল।
তড়িৎবেগে ছুটিয়া যাস
নি্নে উতলা মাঠের ঘাস,
জয়ের ধ্বনি শুনিতে পাস
চল্ চল্ চল্।
নব জয়ের গাহিয়া গান
বল লয়ে মারিব টান,
হইব নাকো হয়রান
চরণে নবীন বল।
চলরে নওজোয়ান
শোনরে পাতিয়া কান
কিক মার ওই গোলবারে
শোন বিজয়ের আহ্বান।
চল্ চল্ চল্
আমরা খেলিব ফুটবল।
[কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত অবলম্বনে]
মো· তাশরিক সিকদার সৌরভ, পোস্তগোলা, ঢাকা
সূত্রঃ প্রথম আলো, জানুয়ারী ১৯, ২০০৮
Leave a Reply