২০০৮ সালের সেপ্টেম্বরে ওয়াল স্ট্রিটে বিপর্যয় নেমে এসেছে। দেউলিয়া হচ্ছে নামকরা কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। অন্য ব্যাংকগুলোর অবস্থাও সুবিধার নয়। এসব খবরে আমেরিকার আমানতদারেরা খুবই উদ্বিগ্ন। তাদের মধ্যে কয়েকজন দলবেঁধে চলে গেল হোয়াইট হাউসে।
খবর পেয়ে প্রেসিডেন্ট জর্জ বুশ এলেন তাদের আশ্বস্ত করতে; কিন্তু লোকজন খুব উত্তেজিত। কেউ কেউ গালমন্দ করল। জানতে চাইল, কবে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে?
এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারলেন না বুশ। ফলে গালাগালির মাত্রা গেল বেড়ে। একপর্যায়ে বুশও নিজেকে সামলাতে পারলেন না। ক্ষিপ্ত হয়ে প্রশ্ন করলেন, ‘তাহলে এখন আপনারা ঠিক কী চান?’
‘আমরা ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারছি না। ব্যাংক থেকে টাকা তুলতে চাই।’
‘এই সামান্য ব্যাপারে আপনারা আমাকে গালাগাল করছেন,’ বুশ এবার হতাশ স্বরে বললেন।
‘মানে? ব্যাংক বন্ধ আর আপনি বলছেন সামান্য ব্যাপার।’
‘সামান্যই তো,’ বুশ বললেন। ‘ব্যাংক বন্ধ তো কী হয়েছে। ক্রেডিট কার্ড আছে না!’
লোকজন বি্নিত। প্রেসিডেন্ট বলে কী!
‘আরে আমাদের নগদ ডলার দরকার,’ এক বুড়ো চিৎকার করে উঠল। ‘ব্যাংক বন্ধ থাকলে ডলার পাব কোথায়?’
‘তাহলে এটিএম বুথে চলে যান!’
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ১২, ২০০৮
Leave a Reply