তিন দিনের শিশু কারাগারে
গর্ভবতী মায়ের কাছে ২০ বোতল ফেনসিডিল পাওয়ায় পুলিশ তাঁকে জেলখানায় নিয়ে আসে। প্রসব বেদনা উঠলে তাকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাচ্চা প্রসবের পর সেই বাচ্চাসহ তিন দিন পরে তাঁকে আবার জেলখানায় নিয়ে আসা হয়।
মুজাহিদকে পাওয়া যাচ্ছে না
জামায়াতের আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ধরার জন্য পুলিশ তাঁর বাড়িতে গিয়ে দেখে সেখানে তালা ঝুলছে এবং রিপোর্ট করে যে তাঁকে পাওয়া যায়নি। তিনি পলাতক। অথচ তিনি ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে মিটিং, সংবাদ সম্মেলন করছিলেন।
আট আনা, এক টাকায় দুপুরের খাবার
দুর্মূল্যের এই বাজারে দেশের রাষ্ট্রায়ত্ত তিনটি জ্বালানি তেল বিপণন কোম্পানি-পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল এবং একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) কর্মকর্তা-কর্মচারীরা এই সুবিধা পাচ্ছে।
খোলাবাজারে পকেটমার
পাবনার বেড়া পীর এলাকার মাছ বাজারসংলগ্ন খোলাবাজারে চালের লাইনে ফুলমালার (৫৫) শাড়ির আঁচল থেকে কে যেন ১৫০ টাকা খুলে নিয়ে গেছে। অনেক কষ্টে জমানো ১০০ ও প্রতিবেশীর কাছ থেকে ধার করা ৫০ টাকা হারিয়ে তীব্র শোকে তিনি কাতর হয়ে পড়েছেন।
সহিংসতার খবর বিটিভিতে উধাও
নারীনীতিকে ঘিরে জুমার নামাজের পর ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চারদিকে সংঘটিত রক্তক্ষয়ী সহিংসতার বড় খবরটি বিটিভিতে দেখানো হয়নি। ওই দিন দেশের সবচেয়ে বড় ও আলোচিত ঘটনা সম্পর্কে বিটিভিতে একটি শব্দও প্রচার করা হলো না। বাংলাদেশ বেতার দুইবার প্রচার করেছে অতি সামান্য কিছু খবর। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আমলেও বিটিভির এমন অবস্থান সম্পূর্ণ অপ্রত্যাশিত।
একজোড়া ইলিশ সাত হাজার টাকা
তিন কেজি ৮০০ গ্রাম ওজনের একজোড়া ইলিশ সাত হাজার টাকায় বিক্রি করেও খুশি নন কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী মো· শুক্কুর আলী। ‘খুব একটা লাভ হয় নাই, ভাবছিলাম আট হাজার টাকায় বেচুম’-কিছুটা হতাশার সুরে বললেন তিনি।
একটি প্যান বসাতে ১২২ জন শ্রমিক
বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড, খুলনা অঞ্চলের কার্যালয়ে একটি প্যান বসাতে ১২২ জন শ্রমিক কাজ করেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ তথ্য পাওয়া গেছে
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৫, ২০০৮
Leave a Reply