— জয়পুরহাট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যদের বহনকারী একটি গাড়ি ডাকাতের কবলে পড়ে। র্যাব-৫-এর ভাষ্যমতে, র্যাব সদস্যরা গোবিন্দগঞ্জ উপজেলায় টহল দিচ্ছিল। টহল শেষে জয়পুরহাটে ফেরার পথে গাড়িটি ডাকাতের কবলে পড়ে। র্যাব আত্মরক্ষার্থে ৩৩টি গুলি ছোড়ে। জানা যায়, ডাকাতেরা র্যাবের গাড়িকে ব্যক্তিগত গাড়ি ভেবে ডাকাতি করতে আসে। ০৩·০১·০৮
— শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা যাবে না। কেউ এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি! ৫·২·০৮
— চাঁদপুরের ফরিদগঞ্জে আটক করা কাবিখার ১০০ বস্তা চালের মধ্যে ৯৯ বস্তা প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। বাকি এক বস্তা চাল আলামত হিসেবে রেখে দেওয়া হয়। ৫·২·০৮
— ঢাকায় আর কোনো স্থায়ী কবর কেনা যাবে না। শুধু রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত বরেণ্য ব্যক্তির কবর সংরক্ষণ করা যাবে। ১৭·১·০৮
— লন্ডনের বেসরকারি টিভি চ্যানেল বাংলা টিভিতে চুরির আসামি রতনের ছবিকে তারেকের ছবি বলে চালিয়ে তাকে নির্যাতনের খবর প্রচার করা হয়। ১৮· ০১·০৮
— কারাগারে বসেও কলকাঠি নাড়ছেন পুরান ঢাকার সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ৮৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্থানীয় বিএনপি নেতা সাইদুর রহমান শহিদ। কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই বিএনপি নেতার নির্দেশে কমপক্ষে ২৫টি খুনের ঘটনা ঘটেছে। ২৭·০১·০৮
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৫, ২০০৮
Leave a Reply