অসকার ওয়াইল্ড অন্যকে নিয়ে হাস্য বিদ্রূপ করতে খুব ভালোবাসতেন। একবার রিচার্ড ডেভিস নামের এক আমেরিকানকে তিনি জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা, আপনি কি ফিলাডেলফিয়া থেকে এসেছেন যেখানে জর্জ ওয়াশিংটনকে সমাধিস্থ করা হয়েছে?’ ‘ননসেন্স, ওয়াশিংটন তো মাউন্ট ভারননে সমাধিস্থ।’ বিরক্ত হয়ে বললেন ডেভিস। রেগে গিয়ে ওয়াইল্ড একজন উদীয়মান ফরাসি চিত্রশিল্পীর নাম করে জানতে চাইলেন, ‘আমেরিকানরা তো চিত্রশিল্পের সমঝদার। তাই আপনি এঁর সম্পর্কে কীজানেন, শুনতে চাই।’
ডেভিস জবাব দিলেন, ‘আমি যে বিষয় সম্পূর্ণরূপে জানি না, সে বিষয়ে কথা বলতে চাই না।’
ওয়াল্ডই এবার খোঁচা মারার সুযোগ ছাড়লেন না, ‘তাহলে তো আপনার সঙ্গে কথোপকথনের সুযোগ খুব সীমিত হয়ে গেল।’
পূর্ববর্তী:
« ওহ শিট!
« ওহ শিট!
পরবর্তী:
ওয়েবস্টারের ঋণ »
ওয়েবস্টারের ঋণ »
Leave a Reply