চশমার দোকানের মালিক তার নতুন কর্মচারীকে বোঝাচ্ছে কীভাবে ক্রেতাদের কাছ থেকে পয়সা চাইতে হবে। দাম জানতে চাইবার পর বলবে, ‘চশমার জন্য খরচ পড়বে ৭৫ ডলার।’ যদি তাঁর চোখে বি্নয় না ফোটে তাহলে যোগ করবে, ‘শুধু ফ্রেমের জন্য। লেন্সের জন্য খরচ পড়বে ২৫ ডলার।’ তারপর যদি তিনি শান্ত থাকেন, তাহলে যোগ করবে, ‘এক একটির জন্য।’
রিডার্স ডাইজেস্ট থেকে মাসুদুল হক
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ১৫, ২০০৮
Leave a Reply