সোভিয়েত যুগের কথা। পরীক্ষা হচ্ছে যৌথ খামারের পরিচালকদের।
-আপনি যৌথ খামারের পরিচালক। আপনার জমিগুলোতে এবার ফলন হয়নি। কী কারণে এটা হতে পারে বলে আপনি মনে করেন?
-আবহাওয়া ভালো ছিল না, ফলনের উপযুক্ত পরিবেশ ছিল না।
-নতুন কিছু ভাবুন, জনাব ডিরেক্টর।
-হতে পারে, বীজই লাগাতে ভুলে গেছি।
পূর্ববর্তী:
« বিয়ের মধ্যে পার্থক্য
« বিয়ের মধ্যে পার্থক্য
পরবর্তী:
বীমা »
বীমা »
Leave a Reply