লন্ডনপ্রবাসী-অধ্যুষিত অঞ্চল সিলেট। এখানকার অনেকেই পরিবার-পরিজনসহ লন্ডনে বসবাস করেন, যাতায়াতও হয় যখন-তখন। লন্ডনপ্রবাসীরা সিলেটবাসীর কাছে ‘লন্ডনি’ নামে পরিচিত। দেশে-থাকা আত্মীয়রাও ‘লন্ডনির অমুক…’ প্রভৃতি নামে পরিচিত। তো সিলেটের বাসিন্দা ‘লন্ডনি’ পরিবারের আত্মীয় এক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। ঢাকায় যাওয়ার আগে সবার কাছ থেকে তিনি বিদায়-টিদায় নিচ্ছেন। সবার শেষে গেছে দাদির কাছে। দাদি-নাতির কথোপকথন-
দাদিঃ ‘সালাম করছ কেনে? কই যাইতে?’
নাতিঃ ‘দাদি আমি ভার্সিটিত চান্স পাইছি! দোয়া করবায়।’
দাদিঃ ‘ভার্সিটিত! ভালা কথা, কোনানও (কোথায়)?’
নাতিঃ ‘ঢাকাত।’
দাদিঃ ‘ইয়া…অত দূর! থাকবে কি লা বে? এরচে লন্ডন থাকলেই ভালা অইত। তোর খালা-চাচার খান্দাত (কাছে) থাকতে। আর হপ্তায় হপ্তায় (প্রতি সপ্তাহে) খবর লইতা পারতাম!’
উজ্জ্বল মেহেদী, সিলেট
সূত্রঃ প্রথম আলো, ডিসেম্বর ০৬, ২০০৮
Leave a Reply