বন্ধুরা মিলে শিকারে গিয়ে সিদ্ধান্ত নিল দুজন দুজন করে ভিন্নপথে যাবে। সন্ধ্যায় দেখা গেল এক বন্ধু পিঠে এক হরিণ ঝুলিয়ে ফিরেছে।
‘জন, তোর সাথের হ্যারিটা গেল কোথায়?’ সবাই শুধাল।
‘দুই মাইল দূরে ব্যাটা জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে আছে।’ নীরস মুখে জবাব দিল জন।
ওরে বুদ্ধু, আর তুই কিনা হরিণটা বয়ে নিয়ে এসেছিস ওকে একলা রেখে। -সবাই হায় হায় করতে থাকে।
এবার জন ভীষণ অবাক হয়ে বলল, ‘ব্যাপারটা বুঝলাম না, হ্যারি আর হরিণটার মধ্যে আমার তো মনে হলো হ্যারিকেই কেবল কেউ চুরি করতে যাচ্ছে না।’
পূর্ববর্তী:
« হরি-হর, হরি-হর
« হরি-হর, হরি-হর
পরবর্তী:
হরিণনামা ২৪১০ – শাহেদ মুহাম্মদ আলী »
হরিণনামা ২৪১০ – শাহেদ মুহাম্মদ আলী »
Leave a Reply