গরুদের মধ্যে আছে হাটবদলের প্রবণতা এবং দড়ি নিয়ে টানাটানি। এবারের ঈদ সামনে রেখে হাটবদল করা তেমনি এক গরুর সঙ্গে অনুবাদযন্ত্রের মাধ্যমে কথা বলেছেন আদনান মুকিত দীপ্র।
জনাব, অতি সম্প্রতি আপনি বাচ্চু মিয়ার গোয়াল ছেড়ে সুরুজ মিয়ার গোয়ালে যোগ দিয়েছেন। এ সম্পর্কে কিছু বলুন, কেন এই গোয়াল ত্যাগ?
* ভেরি গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি, সুরুজ মিয়ার হাটের আয়োজন আমাকে মুগ্ধ করেছে। এই আদর্শগত মিলের কারণেই আমি তার গোয়ালে যোগ দিয়েছি।
কিন্তু আমরা শুনেছি আপনি এ হাটে জায়গা না পেয়ে গোয়াল ত্যাগ করেছেন।
* ইমপসিবল। আসন্ন গরুর হাটে অংশ নেওয়ার জন্য আমি নমিনেশন চেয়েছিলাম। কিন্তু আমাকে না দিয়ে কিছু অযোগ্য গরুকে নমিনেশন দেয় বাচ্চু মিয়া। তবে এ জন্য আমি গোয়াল ত্যাগ করিনি। আমি ইউরিয়া সার খাওয়া গরু। মনোনয়ন নিয়ে কান্নাকাটি করা আমার স্বভাব নয়।
কিন্তু সুরুজ মিয়া তো আপনাকে নমিনেশন দিয়েছেন।
* সুরুজ মিয়া একজন সৎ, আদর্শবান হাটের আয়োজক। তিনি কোনো ধরনের অন্যায়, অবিচার বরদাশত করেন না। তা ছাড়া এলাকায় আমার একটা গুডউইল আছে। আমাকে যোগ্য ভেবেছেন বলেই তিনি মনোনয়ন দিয়েছেন। এতে আমি খুবই আনন্দিত।
পুরোনো গোয়াল ছেড়ে আসায় আপনার সাবেক সতীর্থরা আপনাকে বিশ্বাসঘাতক বলছেন। এ ব্যাপারে আপনি কী বলবেন?
* ওসব ফালতু কথায় আমার কিছু যায়-আসে না। সচেতন হাটুরেরা এসব বিশ্বাস করবে না। বাচ্চু মিয়া আমাকে যা দিয়েছে, আমিও তাকে
তাই দিয়েছি। তা ছাড়া আমি আগেও বহুবার গোয়াল ছাড়তে চেয়েছি; কিন্তু রাখালবাহিনী দিয়ে ধরে আমাকে আটকে রাখা হয়েছিল। তবে পাস্ট ইজ পাস্ট। কে বিশ্বাসঘাতক, তা ক্রেতারাই বলে দেবে।
কিন্তু তাঁরা বলছেন হাটুরেরা আপনাকে গ্রহণ করবে না।
* কাকে হাটুরেরা গ্রহণ করবে, তা সময়ই বলে দেবে। তাদের ওপর আমার আস্থা আছে। তারা সারা হাট ঘুরে দেখেশুনে দাঁত গুনে সঠিক গরুকেই নির্বাচিত করবে। এ জন্য আমি অত্যন্ত আশাবাদী।
আপনি কি এবারের হাটে অংশ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত?
* অফকোর্স। ইতিমধ্যেই আমার এলাকায় প্রচারণার কাজ শুরু হয়ে গেছে। বোঝেনই তো, প্রচারেই প্রসার।
কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন আপনি?
* আমি নিয়মিত ইউরিয়া খাচ্ছি, আর নেতার নির্দেশমতো কাজ করছি। আমার প্রতি ক্রেতাদের ও দালালদের সমর্থনও আছে। কদিন আগেই দুজনকে গুঁতিয়ে হাসপাতালে পাঠিয়েছি। আমি নিশ্চিত, জনগণ আমাকেই বেছে নেবে।
দেশবাসীর উদ্দেশে কিছু বলুন।
* প্রিয় দেশবাসী, আমি সারা জীবন আপনাদের খেদমত করেছি। আপনাদের জন্য জীবন উৎসর্গ করতেই আমি আসন্ন গরুর হাটে প্রার্থী হয়েছি। আমি সবার দোয়াপ্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন।
সূত্রঃ প্রথম আলো, ডিসেম্বর ০১, ২০০৮
Leave a Reply