ঝি-রা ঘুমুলো পাড়া জুড়ুলো,
জল ফুরুলো কলে।
বাজিয়ে শাঁখ ডাকায় নাক,
সাঁজের বাতি জ্বলে।।
বি এলে-বেলে পড়ছে ছেলে,
মাস্টার বসে ঢোলে।
বিছিয়ে পাটি চায়ের বাটি,
বউ-মা মুখে তোলে।।
মাতুল শুঁড়ি ফুলিয়ে ভুঁড়ি
ভরছে পিপে জলে।
মাপছে দেশি বেচবে বেশি
দোকান বন্ধ হলে।।
বিজ্লি ছুড়ি হয় না বুড়ি,
টানছে দেখ গাড়ি।
জ্বালছে আলো, ঘোরায় ভালো
পাঙ্খা বাড়ি বাড়ি।।
নাট্যশালায় আলো জ্বালায়,
টিকিট-ঘরে মেলা।
বাজবে ন-টা লাগবে ঘটা,
করবে শুরু খেলা।।
দাঁড়ীর ফেরে তিন-পো মেরে
বেচবে লুচির পোয়া।
পাপ কাটাতে তাই পাটাতে
দিচ্ছে ধুনোর ধোঁয়া।।
পাহারওয়ালা লোকের চলা
ঠাউরে চোখে দেখে।
কার বগলে কালো বোতলে
মাল চলেছে ঢেকে।।
এগিয়ে গিয়ে ধমক দিয়ে
বলছে, মাতোয়ালা।
চুকাও দাবি, নেই তো আবি
থানায় চলো শালা।।
অমৃতলাল বসুঃ নাট্যকার। (১৮৫৩-১৯২৯)
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২৪, ২০০৮
Leave a Reply