রাসেল ইদানীং প্রায়ই দেরি করে অফিসে আসে। একদিন বস্ তাকে ডেকে জিজ্ঞেস করেই ফেললেন, ‘তুমি প্রতিদিন এত দেরি করে অফিসে আস কেন?’
উত্তরে রাসেল বলল, ‘স্যার, যত দিন বেতন দিচ্ছেন না তত দিন দেরি হবেই।’
তার উত্তর শুনে বস্ তো থ। তিনি জিজ্ঞেস করলেন, ‘সময়মতো অফিসে আসার সঙ্গে বেতনের কী সম্পর্ক?’
রাসেল বলল, ‘সম্পর্ক তো অবশ্যই আছে। বেতন পেলে বাসে করে আসতাম, এখন হেঁটে আসি। দেরি তো হবেই।’
–মহিতুল আলম
সূত্রঃ প্রথম আলো, নভেম্বর ১৭, ২০০৮
Leave a Reply