সৌরভ বাসে করে মিরপুর থেকে মতিঝিল যাবে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে সে একটা বাসে সিট পেল। কিন্তু ওইপাশে সূর্যের আলো পড়ে। ফলে সে জানালার পাশে না বসে ভেতরের দিকে বসল। একটু পরে একজন মোটামুটি বয়স্ক লোক বাসে উঠে তাকে জানালার দিকে সরে পাশের সিটে বসতে বলল। সৌরভ পাশে না সরে সিট থেকে উঠে লোকটাকে ভেতরে যেতে বলল। লোকটা একটু রাগ করে বলল, ভদ্রতা জানা উচিত। আমি হলে ভেতরের সিটেই যেতাম।- সৌরভ তখন বলল, কী আশ্চর্য! আমি তো আপনাকে ভেতরের সিটেই যেতে বলছি।
–তারেক লিংকন
সূত্রঃ প্রথম আলো, নভেম্বর ১৭, ২০০৮
Leave a Reply